বাবলু ভট্টাচার্য : কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা, লেখক এবং গবেষক সন্দীপ দত্ত চিরতরে চলে গেলেন।
কিছুদিন আগে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁর পা অ্যামপুট করা হয়েছিল।
সন্দীপ দত্ত ১৯৫১ সালের ২৪ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন।
কলকাতার একমাত্র ‘লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’টি তাঁর হাতেই তৈরি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার একেবারে শুরুর দিকের অরিজিনাল সংকলন থেকে শুরু করে দেশলাই বাক্সের আদলের লিটল ম্যাগাজিন, কী নেই তাঁর সংগ্রহে।
যেকোনও বইমেলাতেই তাঁকে দেখা যেতো লিটল ম্যাগাজিন স্টলের চারপাশে ঘুরছেন তিনি, পুরোনো- পরিচিত কাগজ সংগ্রহের পাশাপাশি খুঁজে নিতেন একেবারে আনকোরা, নতুন শব্দ-কাজ। এখনও পর্যন্ত প্রকাশিত যাবতীয় লিটল ম্যাগাজিনের সংকলন রয়েছে তাঁর পাঠাগারে।
লাইব্রেরিটি শুরু হয়েছিল ১৯৭৮ সালের ২৩ জুন। ১৯৭২ সালে সন্দীপ দত্ত ৬৫০টি পত্রিকা নিয়ে নিজের বাড়িতেই একটি প্রদর্শনী করেন।
১৯৭৬ সালে কলকাতা বইমেলায় সন্দীপ দত্ত তাঁর পত্র-পত্রিকার সংগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। ১৯৭৮ সালের ২৩ জুন কলকাতার ১৮/এম টেমার লেনে তাঁর পৈতৃক বাড়ির একতলায় ‘বাংলা সাময়িকপত্র পাঠাগার ও গবেষণা কেন্দ্র’ নামক একটি গ্রন্থাগার স্থাপন করেন।
১৯৭৯ সালের ৮ মে গ্রন্থাগারটির সদস্যপদ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৯৬ সালে এই প্রতিষ্ঠানকে নথিভুক্ত করা হয় এবং নতুন নামকরণ করা হয় ‘কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’।
আজ সন্দীপ দত্ত চিরতরে চলে যাওয়াতে লিটল ম্যাগাজিনের লেখক, পাঠক এবং লিটল ম্যাগাজিনের ভক্তরা শোকস্তব্ধ।
Be First to Comment