গাজী আব্দুন নূর : বাংলাদেশ, ৩০, জানুয়ারি, ২০২১। সব অনুভূতি স্ট্যাটাস দিয়ে প্রকাশ করা যায় না… সময়টা ২০১৭ সম্ভবত জুনের ১৬ তারিখ। আউটডোর শুটিং ছিল নলবন ২ তে। রাসমণি তে আমার প্রথম দিনের শুটিং। মেকআপ ভ্যানে উঠতেই নিজেই পরিচয় দিলেন, “আমি তোমার দাদামশাই”। তখনো চরিত্রের সম্পর্কে কে আমার কি হন জানা হয়ে ওঠেনি। ক্যামেরার সামনের সম্পর্ক থেকে ক্যামেরার পেছনের সম্পর্ক দিনে দিনে সত্যিকারের দাদামশাইয়ের সম্পর্কে পরিণত হল। ইন্দ্রপুরী স্টুডিও তে সবথেকে ছোট ৮ নম্বর মেকআপ রুমে একটি চেয়ার গুলাই দা (ইন্দ্রজিৎ দেব) এর জন্য বরাদ্দ থাকত। এমনকি তার চরিত্র শেষ হয়ে যাবার পরেও ৮ নাম্বার রুমের ওই চেয়ারটি তে আমরা কেউ বসতাম না।

প্রতি সপ্তাহে তিনি সময় করে আসতেন ইন্দ্রপুরী স্টুডিওতে ওই ৮ নাম্বার রুমে।
কফি খেতে খেতে আমাকেও কফি খেতে শেখালেন!
শেখালেন ক্যামেরার সামনে এবং পেছনে অভিনয়ের কৌশল।
কিন্তু গুলাই দা
ক্যামেরার পেছনে অভিনয় বড্ড কঠিন… অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তোমার জন্য…।
Be First to Comment