বিদীপ্তা চক্রবর্তী : বিশিষ্ট অভিনেত্রী : কলকাতা, ২৩ ডিসেম্বর ২০২১। কণিষ্ক জেঠু/(সেন) চলে গেলেন। বাংলা রঙ্গমঞ্চের উজ্জ্বল আলোগুলো নিভছে এক এক করে। কণিষ্ক জেঠুর সঙ্গে প্রথমবার আলাপের একটা মজার ঘটনার কথা বলি। প্রায় ৩২ বছর আগের কথা। নাট্য একাডেমির উদ্যোগে উৎপল দত্ত’র নির্দেশনায় চৈতালী রাতের স্বপ্নের রিহার্সাল রুমে উনি এলেন ওই নাটকের আলোক পরিকল্পনার দায়িত্ব নিয়ে। আমরা তিন বোন তখন খুবই ছোট। চিনিনা তেমন বিশেষ কাউকেই। উৎপল জেঠু আমাদের ডেকে বললেন, ‘এঁকে চেনো তোমরা?’ আমরা স্বাভাবিকভাবেই না’ বললাম। বললেন, ‘চিনে রাখো, এ হলো ইতিহাসের একমাত্র মুন্ডুওলা কণিষ্ক’। বলেই হা হা করে হাসতে লাগলেন দুজনেই। সত্যি তার আগে মুন্ডু ছাড়া কণিষ্ক ই দেখেছি কেবল ইতিহাস বইতে। তখন কি আর জানতাম এই মুন্ডুওলা কণিষ্ক’র নামটা কোন একদিন জ্বলজ্বল করবে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে!
শান্তিতে থেকো কণিষ্ক জেঠু। তোমাকে প্রণাম জানাই।
Be First to Comment