মোল্লা জসিমউদ্দিন: কলকাতা, ১৩ জুন,২০২০।কখনও ‘মা উড়ালপুর’ কখনোবা ইকবালপুর। ঘটনাস্থল যাইহোক না কেন, মোটরসাইকেল আরোহীদের হতাহতের ঘটনা ঘটেই চলেছে চিনা মাঞ্জার সুতোর জন্য । শুধু তাই নয় পাখিরাও এই মানব সভ্যতার ঘুড়ি উড়ানোর খেলায় হারাচ্ছে প্রাণ৷ ২০১৭ সালের পর থেকে চিনা মাঞ্জায় হতাহত ক্রমশ বাড়ছে। এই ঘটনা গুলি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। তবে কয়েকদিন আগে ইমেল মারফত পুনরায় এই প্রাণঘাতী চিনা মাঞ্জা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করানো হয়। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভিডিও কনফারেন্সে এই মামলার শুনানি চলে। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী ১৯ জুনের মধ্যে রাজ্য কে চিনা মাঞ্জা নিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশিকা জারি করেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে – চিনা মাঞ্জা নিয়ে এত কেন দুর্ঘটনা ঘটছে? এই বিষয়ে রাজ্যের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিধ প্রশ্ন গুলির যথাযথ উত্তর চাওয়া হয়েছে রাজ্যের কাছ থেকে। অপরদিকে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সাথে হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন করোনা পরিস্থিতিতে এজলাসে সশরীরে অংশগ্রহণ করা নিয়ে আলাদাভাবে মতামত বিনিময় করে। কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন এর সভাপতি অশোক কুমার ঢনঢনিয়া বলেন – “সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি “।
চিনা মাঞ্জা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের………
More from GeneralMore posts in General »
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
- Eastern India’s Only Ultra Bicycle Race Commenced…..
- Life on the Line: Doctors’ Heroic Actions That Saved Lives in Heart Emergencies….
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘মহাকাশের বন্দিনী’…..।
- Funskool Organizes First-ever CATAN Championship in India: Shobhit Kasera Emerges as Winner….
Be First to Comment