আত্মকথায় প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ৫ জুলাই, ২০২৪। যেকোনও মৃত্যু সংবাদই বেদনার। কিন্তু তার মধ্যেও কিছুর আগাম পূর্বাভাস ও মানসিক প্রস্তুতি থাকে। কিন্তু এভাবে আচমকা ডিডি’দার দুঃসংবাদ পাবো, এটা কল্পনারও অতীত। জীবনে হাতে গোনা যে কয়েকজন আলোকচিত্রীকে শুধুমাত্র ভালোবাসার টানে চিত্রসাংবাদিকতার পেশায় জীবন উৎসর্গ করতে দেখেছি, তাদের মধ্যে ডিডিদা একজন। এটা নামেই পেশা, আসলে নেশা। এবং মরণান্তিক নেশা। নানান অভিযোগ ও হতাশা তো ছিলই, কিন্তু সেসব ছাপিয়ে জীবনের প্রতি অনন্ত প্যাশন ও রামকৃষ্ণ সঙ্ঘের প্রতি অগাধ ভক্তিই ডিডিদার আসল প্রকাশিত বৈশিষ্ট্য ছিল। একবার নেহাতই মজার মুডে বলা স্বামীজি সংক্রান্ত আমার একটা হালকা রসিকতার কারণে ডিডিদা দীর্ঘদিন আমার সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিল। আবার শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে আমার একটা লেখা পড়ে নিজেই আমাকে ফোন করেছিল পরে। এত সিরিয়াস, তাই ফাজলামিটা সত্যিই কম বুঝতো। পরিচয় হওয়ার পর অনেকদিন পুরো নাম জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। নিজের নামের সংক্ষিপ্ত রূপটির (ডিডি সাহা) প্রতি ডিডিদার প্রেম এতটাই গভীর ছিল যে, সাপ্তাহিক বর্তমানেও কখনও নিজের সম্পূর্ণ নাম প্রকাশিত হতে দেয়নি। শুধু চেকে পুরো নাম থাকতো, যেটা আমরা জানতে পারতাম না! অনেক পরে ‘দেবদীপ’ নামটা জানার পরেও আমার তরফে ‘ডিডিদা’ সম্বোধনে কোনও পরিবর্তন আসেনি।
একটা মজার ঘটনা শেয়ার করার লোভ সামলাতে পারছি না। একটা প্রেস মিটে নাইজেল আকারা ডিডিদাকে দেখামাত্র উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে “আরে, আমার জেলখানার রুমমেট” সম্বোধন করে জড়িয়ে ধরেছিলেন! ঘটনাটা এরকম। আলিপুর সেন্ট্রাল জেলে একটা বিশেষ অ্যাসাইনমেন্টে ছবি তুলতে গিয়েছিল ডিডিদা। ছবি তোলার নেশায় কখন যে দলছুট হয়ে কারাগারের প্রোহিবিটেড জোনে ঢুকে পড়েছিল, নিজেও খেয়াল করেনি। অতঃপর সেই অপ্রত্যাশিত কারাবাস। এবং ডিডিদার কপাল এতটাই খারাপ ছিল যে, দুর্গাপুজোর ঠিক শুরুতেই ঘটনাটি ঘটায় আদালত বন্ধ থাকার কারণে বিজয়া দশমীর পর জামিন পেয়েছিল।
আমার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল বেশ কয়েক মাস আগে। সম্ভবত জীবনের অন্তিম আক্ষেপ প্রকাশ করেছিল এই ভাষায়, “আমাদের কেউ মনে রাখে না গো।” রামকৃষ্ণলোকে ভালো থেকো দেবদীপদা (জীবনে প্রথমবার এই সম্বোধন করলাম)।
চিত্র সাংবাদিক ডি ডি সাহা রামকৃষ্ণলোকে চলে গেলেন….।

More from GeneralMore posts in General »
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
- হরিদ্বার গঙ্গা ও গঙ্গারতি…বিষ্ণুর বাহন গরুড় অমৃত কলসী নিয়ে যাওয়ার সময় কিছুটা অমৃত পড়েছিল বলে এখানে হয় কুম্ভমেলা…. ৷
More from InternationalMore posts in International »
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- আইলিড কলেজে ছাত্র পরিষদ নির্বাচন গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্ব কে অনুপ্রাণিত করেছে…।
- সোনারপুরে স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, অংশ নিলেন ৮০০-র বেশি প্রতিযোগী…।
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- আদিত্য অ্যাকাডেমি, দমদমে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন — ৩ কিমি নীরব পদযাত্রা, সচেতনতা আলোচনা ও নুক্কড় নাটকের মাধ্যমে বার্তা ছড়াল ছাত্রছাত্রীরা….।
- শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে ধুমধামপূর্ণ দেব দীপাবলি উদযাপন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল হাওড়া ঘাটে….।











Be First to Comment