শ্রীজিৎ চট্টরাজ / গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ মে ২০২২। ২০১০।২৯ অক্টোবর। স্প্যানিশ পরিচালক গুলিয়ম মোরালেসের পরিচালনায় স্পেনে মুক্তি পায় থ্রিলার ছবি জুলিয়া’স্ আইজ ছবিটি। যমজ দুই বোন জুলিয়া ও সারার চরিত্রে অভিনয় করেন স্প্যানিশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বেলেন রুইডা। বয়স তখন তাঁর ৪৫। ছবিটি ইউরোপে চরম জনপ্রিয়তা পায়। শুধু স্পেনেই ছবিটি ব্যবসা করে প্রায় ২০ মিলিয়ন ডলার।
খুব স্বাভাবিকভাবেই ছবির কাহিনী ব্যবসায়িক সফল প্রমাণ হওয়ায় এদেশে প্রযোজক অজয় কুমার সিং উৎসাহিত হবেন এতে আশ্চর্যের কিছু নেই। এই ব্যবসায়িক সফল ছবির কাহিনী অবলম্বনে চারটি ভাষায় বানাচ্ছেন ছবি। বাংলায় অন্তর্দৃষ্টি। তেলেগু ভাষায় আগাছোরা, তামিল ভাষায় আরপারদাইন ও মারাঠি ভাষায় আদ্রুশ্যা।
পেশাগত ভাবে প্রযোজক অজয় কুমার সিং টেলিকম, বায়ো ফুয়েলস, পেট্রোলিয়াম ও রিয়েল এস্টেট এর ব্যবসা করলেও প্যাশন সিনেমা। তাই ছবি তৈরির দুনিয়ায় পদার্পণ। অজয় কুমার সিংয়ের প্রথম ছবি লাভলি এন্টারটেনমেন্ট এর ব্যানারে অ্যাকশন ছবি ফ্যামিলি ওফ ঠাকুরগঞ্জ। এবার তিনি চারটি ভাষায় ছবি নির্মাণ করছেন। ছবিতে অভিনয় করছেন রঙ্গনা ও কঙ্গনা নামের দুই যমজ বোনের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত।
সঙ্গে আছেন টলিউডের প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়াদেবীর কন্যা অভিনেত্রী সোমা ব্যানার্জির পুত্র বড় পর্দায় এই প্রথমবার শন বন্দোপাধ্যায়, টিভি ও সিনেমার জনপ্রিয় মুখ ইন্দ্রজিৎ চক্রবর্তী, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সান্ত্বনা বসু প্রমুখ। ঋতুপর্ণার বসের এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন হিন্দি ও মারাঠি ছবির অভিনেতা রীতেশ দেশমুখ।
ঋতুপর্ণার সঙ্গে রীতেশের এটি দ্বিতীয় ছবি। এর আগে এই জুটি মুম্বাইয়ের ডেভিড ধাওয়ানের ডু নট ডিস্টার্ব ছবিতে অভিনয় করেছেন। ঋতু জানালেন, রীতেশের বাংলা ছবি করার খুব ইচ্ছে। ভালো চিত্রনাট্য পেলে কাজ করবেন।
অন্তর্দৃষ্টি ছবিতে প্রথম মুখোমুখি হবেন শন ও ঋতুপর্ণা। মারাঠি সংস্করণে ঋতুর চরিত্রে থাকছেন তাপসী পন্নু। মুম্বাইতে চলছে আপাতত বাংলা সংস্করণ ছবির শুটিং। ভারতে উত্তরাখণ্ডের দেরাদুনে হয়েছে শুটিং। বিদেশে ইতিমধ্যে হয়েছে সিঙ্গাপুরে। লকডাউনে তাই সেখানেই আটকে পড়েন ঋতুপর্ণা । ছবির মূল কাহিনী দুই যমজ বোনের একজন খুন হবেন।
সেই খুনের কিনারা করবেন তাঁর দৃষ্টিহীন অপর বোন। অন্তর্দৃষ্টি দিয়েই রহস্যের মীমাংসা করবেন বোন। ছবির ক্যামেরার দায়িত্বে আছেন পরিচালক কবীর লালের পুত্র শাহিদলাল। পরিচালক কবীরলাল ৪০ বছর ধরে ১১৪ টি ছবিতে ক্যামেরার দায় সামলেছেন।
পরিচালক সুভাষ ঘাই এর তাল ছবির ডি ও পি হিসেবে পেয়েছেন ফিল্ম ফেয়ার এর সেরা ডি ও পি র পুরস্কার। স্বাধীনভাবে তাঁর এই প্রথম ছবি। এই ছবির ডি ও পি শাহিদলাল পরিচালকের পুত্র। পিতামহ এস এস লালও ছিলেন বিখ্যাত ক্যামেরাম্যান। প্রযোজক অজয় কুমার সিং জানালেন, আশা করি, আগামী বছরের শুরুতেই বাংলা ভার্সন অন্তর্দৃষ্টি মুক্তি পাবে বাংলায়।
Be First to Comment