আশীষ বসাক : ২৩, ডিসেম্বর, ২০৩০। হিউম্যান রাইটস সি.পি.ডি.আর ইন্ডিয়ার সম্পাদক ও বিশিষ্ট শিল্পী বিপ্লব ঘোষের প্রচেষ্টায় ও লায়ন্স ক্লাব অব কোলকাতা বিকাশ 322BI এর প্রেসিডেন্ট সুমন্ত গুহর মা গৌরী গুহর নামে একটি টিউবওয়েল দান করেন। সেই টিউবওয়েল চাত্রা শাখার মাঝেরহাটিতে পিপলি গ্রামের ছোট্ট শিশু ও গ্রামবাসীদের জন্য বসানো হয় এবং ঐ দিনেই গোবরডাঙ্গা শাখার সারদা মিশন আশ্রমে বসানো হয়।
উদ্বোধন করেন বিপ্লব ঘোষ, সুমন্ত গুহ. উপস্থিত ছিলেন কবিয়ত্রী অগ্নীশিখা, গোবরডাঙ্গা সারদা মিশনের সম্পাদক স্বামী সত্যরুপানন্দ, দেবাশীষ পাল, কার্তিক পাল, হাবরার পিন্টু দেবনাথ, বাপি মিত্র (মালঞ্চ), সুশ্রুত রায়, বৌশাখী রায়, নরেশ মজুমদার, মনিকা চক্রবর্তী, অভিজিৎ কুন্ডু, সুশোভন মোদক ।
Be First to Comment