ভালোবাসি
————–
শম্পা দেবনাথ : ভাগলপুর, বিহার।
চল ,আজ তোকে ভালোবাসি..!
যাবি নাকি পলাশবনীতে.. ?
আজ এই বসন্তে
চল, পলাশের রেনু মেখে আসি ..!
নয়তো, চলিস নোনা বালুচরে.. !
কতো দিন যে গেল চলে..
না জানি কতো উথালি পাথালি
অভিমান ভরে আছে, অন্তরে…!
চল, আবার কাছাকাছি আসি..!
বাসন্তী রংয়া শাড়ীতে
ষোড়শীর মতো প্রবল উচ্ছাসে ভাসি.. !
ভালোবাসি.. শুধু তোকে ভালোবাসি..!
বয়ে গেল কতো বেলা……
স্নেহ – প্রেম – শ্রদ্ধা – শুশ্রূষা…
আপনার তরে.. কনামাত্র ছিল কিছু?
একটুকু ভালোবাসা..?
চল, আজ তোকে ভালোবাসি..!
হৃদয়ে রেখে হাত..
একবার শুধু বল ..!
ভালোবাসি – ভালোবাসি
আমি আপনারে ভালোবাসি..!

Be First to Comment