চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ মে ২০২২। আজ (শনিবার) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৩ বছর।
‘কর্ণ কুন্তী সংবাদ’ এর জন্য মূলত জনপ্রিয় হয়েছিলেন পার্থ। কুন্তীর ভূমিকায় ছিলেন পার্থ ঘোষের স্ত্রী গৌরি ঘোষ। গৌরি ঘোষ ২০২১ সালের ২৬ অগাস্ট মারা যান। আর আজ সকালে মৃত্যু হলো পার্থ ঘোষের।
বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’, ‘দেবতার গ্রাস’, ‘বিদায়’ তাঁর কন্ঠে বিশেষ ভাবে জনপ্রিয় ছিল। এছাড়াও স্ত্রী গৌরির সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক যেমন ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘ স্বর্গ থেকে নীল পাখি’ ইত্যাদি জনপ্রিয়তা লাভ করেছিল।
দীর্ঘকাল আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন পার্থ ও গৌরি ঘোষ। এই জনপ্রিয় বাচিকশিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Be First to Comment