নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি, ২০২২। ২০২০ করোনা অতিমারী কালীন লকডাউন এর পরে যখন সবকিছু আসতে আসতে খুলতে থাকে ঠিক সেই সময় সাত বন্ধু মিলে পাহাড়ি এক গ্রামে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে লকডাউন এর সময় ওখানকার বসবাসকারী মানুষরা কিভাবে কত সমস্যার মধ্যে দিন কাটিয়েছে। সব শুনে বা দেখে তারা সকলেই হতবাক হয়ে যায় এবং ওই সময়কার একটা ঘটনা শুনে বিস্মিত হয়ে পড়ে। সেই রহস্যের জট খুলে সমাধান করতে পারবে তা জানতে হলে আপনাদের দেখতে হবে গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের আনলক ০৭।
গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের আনলক ০৭। পুরো ছবির শুটিং হয়েছে শিলিগুড়ি লোলেগাঁও কালিম্পং জুড়ে। এই ছবিটির প্রযোজক হলেন নাসিম আহমেদ খান, ছবিটির পরিচালক এবং গল্প লিখেছেন-“রিক” । ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, রিক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং নেপালি অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক, সিনেমাটোগ্রাফার হলেন আশীষ হালদার।
Be First to Comment