শুভ জন্মদিন গৌতম ঘোষ ::–
বাবলু ভট্টাচার্য : ষাটের দশক। সময়টা ছিল ভীষণ উত্তাল। তারা তখন কলেজে পড়েন। কলকাতায় নকশালবাড়ী আন্দোলন দানা বাঁধছে। ভিয়েতনামে যুদ্ধ চলছে। ফ্রান্সে ছাত্র-আন্দোলন চলছে। তারপর বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ-পূর্বাবস্থা। তো, সেই সময়ে একাডেমিক শিক্ষাটা তাদের ঠিক মনপছন্দ হচ্ছিল না। মনে হচ্ছিল, পুরোটাই পাল্টে দিই। নতুন একটা কিছু করি। ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন। ম্যাজিক শো, স্টিল ফটোগ্রাফি কত কি যে করতেন। এরপর একসময় দেখলেন, নাটক-গান-ম্যাজিক-ছবি তোলা— সবকিছুর সমন্বয় হচ্ছে সিনেমা। তখন সিনেমাটাই তাকে বেশি করে টানল। সেই টান থেকেই তিনি চলচ্চিত্রে চলে এলেন। তিনি গৌতম ঘোষ।
বাবার নাম হিমাংশু কুমার ঘোষ ও মায়ের নাম সান্ত্বনা ঘোষ। বাবা ছিলেন অধ্যাপক। গ্রামের বাড়ি ছিল ভাঙা আলগীর ও শহরের বাড়ি ফরিদপুরে। বাবা-কাকারা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। মা সান্ত্বনা ঘোষের পূর্বপুরুষের ভিটেও ছিল বিক্রমপুরে।
গৌতম ঘোষ কলকাতার সেন্ট জন ডায়সেসান স্কুল এবং ক্যাথিড্রাল মিশনারি বয়েজ স্কুল-এ পড়ালেখা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।
গৌতম ঘোষ ১৯৭৩ সালে তথ্যচিত্র বানানো শুরু করেন। তিনি কলকাতা গ্রুপেও কাজ করতেন। সঙ্গে ছিল চিত্র সাংবাদিকের কাজ। তার পরিচালিত প্রথম ছবি ‘মা ভূমি’ মুক্তি পায় ১৯৭৯ সালে।
তার পরিচালিত ছবিগুলো হল— ‘মা ভূমি’, ‘দখল’, ‘পার’, ‘অন্তর্জলী যাত্রা’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘গুড়িয়া’, ‘দেখা’, ‘আবার অরণ্যে’, ‘যাত্রা’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘শুন্য অঙ্ক’, ‘শঙ্খচিল’।
গৌতম ঘোষ পরিচালিত ‘দখল’, ‘পার’, ‘অন্তর্জলী যাত্রা’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘গুড়িয়া’, ‘দেখা’, ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ জাতীয় চলচ্চিত্রসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে।
তিনি ‘গৃহযুদ্ধ’, ‘২২শে শ্রাবণ’, ‘একলা আকাশ’ ও ‘চতুষ্কোণ’ নামের ছবিগুলিতে অভিনয় করেছেন।
গৌতম ঘোষ ১৯৫০ সালের আজকের দিনে (২৪ জুলাই) বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
Be First to Comment