ইন্দ্রজিৎ আইচ : ২৩ আগস্ট ২০২১। ১৯৭৭ সাল থেকে গোবরডাঙা নাবিক নাট্যম সুস্থ সংস্কৃতি চর্চায় নিজেদের নিয়োজিত করে রেখেছে।।গতকাল অর্থাৎ ২২আগস্ট রাখি উৎসবের দিন নাবিকের নিজস্ব মহলাকক্ষে পালন করলো রাখিবন্ধন উৎসব। এ যেন এক মহামিলন উৎসব। সবাই মিলে গাইলো মানব বন্ধনের গান। রবীন্দ্রনাথের চেতনায় মেতে উঠেছিল এই উৎসব। অনুষ্ঠানের শুরুতে একে অপরের হাতে রাখি পরিয়ে নিজেদের সম্প্রীতির বাঁধনে বেঁধে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যুক্ত হয়েছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের বন্ধুরা। ধীরাজ হাউলাদার রাখি বন্ধনের গুরুত্ব নিয়ে অসাধারণ একটি বক্তব্য রাখেন। একক নৃত্য পরিবেশন করেন সৃজা, রুনু, পূজা ও রাখি তাদের নৃত্য সকলের নজর কাড়ে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর দর্শকরাও নাচের তালে তালে মুক্তির আনন্দ উপভোগ করেন। মনোগ্রাহী এই অনুষ্ঠানে গল্প পাঠ করেন জয়ন্ত সাহা। নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা সকলকে অভিনন্দন জানান ও বলেন অনেকদিন পর আবার আমরা ছন্দে ফিরছি। সৌরজ্যোতি অধিকারীর গান এই উৎসব কে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। অবিন দত্ত ও অতনু ভট্টাচাৰ্য তাঁদের সংক্ষিপ্ত ভাষণে রাখি বন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করেন। সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী রাখিবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংস্থার সহ সভাপতি চিন্ময় চক্রবর্তী সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সব মিলিয়ে নাবিকের মহলাকক্ষ ওই দিন মেতে উঠেছিল প্রাণখোলা আনন্দে। ৪০ জন দর্শকের আবেগ, অনুভূতি, ভালোবাসা এই অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করে তুলেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নাবিক নাট্যমের নাট্য নির্দেশক জীবন অধিকারী। তিনি জানান থিয়েটার সময়ের কথা বলে। দীর্ঘদিন আমরা থিয়েটার করতে পারছিলাম না , ভিতরে ভিতরে একটা শুন্যতা তৈরি হচ্ছিলো, এই রাখিবন্ধন উৎসব সফল করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।
Be First to Comment