গোপাল দেবনাথ – চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তীর ২৯তম চিত্র প্রদর্শনী সাজানো হয়েছে সামাজিক বার্তা নিয়ে। গাছ ও প্রকৃতি বাঁচাতে হবে। সর্ব ধর্মকে সাথে নিয়ে এই চিত্র প্রদর্শনী। এক দিকে নারীশক্তি কে সন্মান জানাতে এক দিকে যেমন মা দুর্গার পেইন্টিং অন্যদিকে শান্তির বার্তা নিয়ে যীশুর পেইন্টিং। এ ছাড়া প্রচুর পরিমাণে গাছের চিত্র প্রদর্শনীর শোভা বাড়িয়েছে। এই চিত্র প্রদর্শনী টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। দিবাকর অত্যন্ত স্বল্পভাষী, এই শিল্পী ইতিমধ্যে ১০০টি গ্রূপ আর্ট প্রদর্শনী করেছেন এবং ৫০টি আর্ট গ্রূপ এ অংশগ্রহণ করেছেন। অল ইন্ডিয়া ফাইন আর্ট গ্যালারিতে ২৮তম নিজস্ব শিল্প প্রদর্শনী টি অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। ৩৮বছর বয়সী দিবাকর খুব ই ছোট বয়স থেকে শিক্ষা শুরু করেছেন। এই চিত্রকর দীর্ঘ ১৫ বছর শিল্পী প্রকাশ কর্মকারের কাছে শিল্প সাধনার হাতে খড়ি হয়েছে। শিল্পী দিবাকরের পঠন পাঠন রামকৃষ্ণ মিশন ও শান্তিনিকেতনে। এই গুণী শিল্পীকে বরাবর অনুপ্রেরণা জুগিয়েছেন বাবা শিল্পী জীবতোষ চক্রবর্তী ও মা কবি সুনন্দা চক্রবর্তী। এই প্রদর্শনী টি চলবে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত। আই সি সি আর এর প্রদর্শনী টি দর্শকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
গাছ ও প্রকৃতি বাঁচাবার বার্তা নিয়ে শিল্পী দিবাকর চক্রবর্তীর চিত্র প্রদর্শনী
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment