তৃষা দেবনাথ : ৬ নভেম্বর ২০২১। ভারত সেবাশ্রম সঙ্ঘের ঘাটাল শাখার উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের গম্ভীরনগরে এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের শীতের শুরুতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবক গনেশ চন্দ্র বেরা সহ ওন্যান্য স্বেচ্ছাসেবকরা এই বস্ত্রদান শিবিরে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের মধ্যে নতুন কাপড় তুলে দেন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, দীর্ঘ লকডাউনে মানুষের মধ্যে আর্থিক দুরবস্থা নেমে এসেছে।
এই পরিস্থিতিতে তারা যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরন শিবিরের আয়োজন করা হয়েছে৷ এদিনের ক্যাম্পের মাধ্যমে ৫০০ মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়। আরো বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় এই ধরনের বস্ত্র বিতরন শিবির অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Be First to Comment