Press "Enter" to skip to content

গভীর সঙ্কটে ভারতীয় অর্থনীতি।

Spread the love

মধুমিতা শাস্ত্রী, ২৬, জুন ২০২০। ভারতীয় অর্থনীতি কী গভীর সঙ্কটে পড়তে চলছে? এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস সংস্থার মতামত অন্তত তাই। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গভীর সঙ্কটে নিমজ্জিত হতে চলেছে ভারতীয় অর্থনীতি। চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি পাঁচ শতাংশ হ্রাস পাবে বলে সংস্থাটির মত। কোভিড ১৯ অতিমারী এই অর্থনৈতিক সঙ্কটের মূল কারণ। লকডাউনের ফলে কম জনবসতি এলাকায় সংক্রমণ রোধ করা গেলেও ঘনজনবসতি এলাকায় সংক্রমণ কিন্তু ক্রমশই উর্দ্ধমুখী।

ফলে ব্যবসা মার খাচ্ছে। উৎপাদন এবং চাহিদা দুই তুলনায় নিম্নমুখী। বর্ষা এবছর স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও নিম্নমুখী, কিন্তু দীর্ঘস্থায়ী লকডাউনের ফলে এগুলির সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। কোভিড অতিমারী এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক গভীর ও দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে দিয়ে যাচ্ছে। অত্যাধিক ঋণ আর মানুষের হাতে অর্থের যোগানের কমতি এসবই অর্থনৈতিক অগ্রগতিকে রুখে দিচ্ছে। বেসরকারী ক্ষেত্রে বিনিয়োগ হ্রাস পাচ্ছে। সরকারি সংস্থাগুলো অতিরিক্ত ব্যায় করলেও সে ক্ষতি পূরণ হওয়ার নয়।

এস অ্যান্ড পি সংস্থাটি এর আগে জানিয়েছিল, এশিয়া প্যাসিফিক অঞ্চলে অর্থনীতি ২০২০ সালে ১.৩% সঙ্কুচিত হবে কিন্তু এও বলেছিল যে, ২০২১ সালে ৬.৯% বৃদ্ধি পাবে। কিন্তু তার বদলে বর্তমানে তাদের হিসেব বলছে অর্থনৈতিক বৃদ্ধি শতকরা পাঁচ শতাংশ হ্রাস পেতে চলেছে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.