মোল্লা জসিমউদ্দিন : ১১, জুলাই ২০২১। বাংলার আপামর জনগণের কাছে রাজ্যপাল জগদীপ ধনকড় একজন বিতর্কিত ব্যক্তিত্ব। রাজ্যের সাথে সরাসরি বারবার সংঘাতে যান এই রাজ্যপাল। কখনো আইনশৃঙ্খলায় অবনতির প্রশ্ন তোলে, আবার কখনো সাংবিধানিক পরিকাঠামোয় প্রশ্ন তোলে সরব হন তিনি। কখনো বা ঘোষিত কর্মসূচির বাইরে গিয়ে উত্তরবঙ্গ সফর সারেন। আবার কখনো বা একই সফরে দু দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে একান্তে বৈঠক সারেন। এছাড়া ভোট পরবর্তী হিংসা দেখতে বাংলার সীমান্তবর্তী আসাম রাজ্যেও সরব হন এই রাজ্যপাল। খবরের শিরোনামে সর্বদায় বিরাজমান। নবতম সংযোজন গত ৯ জুলাই গভীররাতে তিনি আবার শপথ গ্রহণ করলেন, সাংবিধানিক কর্তব্য পালনে দায়বদ্ধতার কথা মনে পড়ালেন।
না এটা কোন অনুষ্ঠানে নয়, এটা টুইটারে এক পোস্ট। মাঝরাতে আচমকা ‘শপথ’ নিলেন রাজ্যপাল, জানিয়ে দিলেন সাংবিধানিক কর্তব্য। কিন্তু কেন! এত রাতে কেন? শুক্রবার গভীর রাতে এই পোস্ট টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রূপ চলে। কেউ লিখেছেন – ‘হঠাৎ দুঃস্বপ্ন দেখে উঠলেন নাকি!’ কেউ লিখেছেন ‘ ঘুম আসছেনা ‘। তবে রাজনৈতিক মহলে অন্য সুর মিলেছে। যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় মানবাধিকার কমিশন প্রত্যেকের কাছে রাজ্যের হিংসা নিয়ে লাগাতার রিপোর্ট করছেন। তাতে রাজ্যপালের অন্য অভিসন্ধি থাকতে পারে। কেননা রাজ্যের আইনশৃঙ্খলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ গ্রহণে রাজ্যপাল গুরত্বপূর্ণ এক ব্যক্তিত্ব বলেই সকলে জানেন। রাজ্য কোন পথে চালিত হবে আগামীদিনে তা বোঝা যাবে!
Be First to Comment