Press "Enter" to skip to content

গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাটে বসল স্বামী প্রনবানন্দের মূর্তি …..।

Spread the love

সায়ন দেবনাথ : ৩ এপ্রিল ২০২২। গ্রামীণ বিকাশে স্বামী প্রনবানন্দ মহারাজের আদর্শে দেশ জুড়ে বহুকাল ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এ রাজ্যের সুন্দরবন এলাকার পুনর্গঠনে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভূমিকা অপরিসীম। সঙ্ঘের কাজকর্ম আরো ছড়িয়ে দিতে এবার গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসল ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের আবক্ষ মুর্তি।


গত ২ এপ্রিল শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ মূর্তির আবরন উন্মোচন করেন।  উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ  বিশিষ্টজন।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, হাজার বছরের পরাধীন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে মানুষের মধ্যে মহা জাগরণ এনেছিলেন স্বামী প্রনবানন্দ মহারাজ। আজকের সময়ে দাঁড়িয়েও মানুষকে স্বামী প্রনবানন্দের আদর্শে এগিয়ে চলতে হবে পরস্পরকে সেবার মানসিকতা নিয়ে।
রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন গঙ্গাসাগর মেলা বা অন্য যে কোনো কাজে সেবার মানসিকতা নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রতিষ্ঠাতার এই মূর্তি উন্মোচনের মাধ্যমে তাঁর আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.