গোপাল দেবনাথ : খড়গপুর : ১, ডিসেম্বর, ২০২০।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে স্কলারস ডেন-এর শুভ সূচনা হলো এক বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার যাদব-এর প্রচেষ্টায় এই শিক্ষা কেন্দ্রের শুভ পত্তন হলো। মূলত আই.আই.টি.-জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় যে সকল ছাত্র ছাত্রীরা বসবে তাদের কোচিং দেবে এই আন্তর্জাতিক মানের শিক্ষাকেন্দ্র।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারতীয় রেলের খড়্গপুরের ডি.আর.এম. শ্রী মনোরঞ্জন প্রধান, রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও আন্তর্জাতিক শিক্ষাবিদ ডঃ বিবেকানন্দ চক্রবর্তী ও স্কলারস ডেন-এর অধিকর্তা শ্রী অভিষেক কুমার যাদব। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষাবিদগণ। প্রদীপ প্রজ্জ্বলনের পর অনলাইনে শুভেচ্ছা জানান স্কলারস ডেন-এর প্রতিষ্ঠাতা শ্রী বিবেক ঠাকুর, আই.আই.টি.-র প্রাক্তনী ও শিক্ষা জগতের উজ্জ্বল মানুষ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কুমার যাদব।

ডঃ বিবেকানন্দ চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন “আই.আই.টি. এন্ট্রান্স ও নিট পরীক্ষার জন্য ভাল প্রশিক্ষণ কেন্দ্রের অত্যন্ত প্রয়োজন ছিল মেদিনীপুরে। অভিষেক কুমার যাদব সেই অভাব পূরণ করেছেন”। মনোরঞ্জন প্রধান অভিনন্দিত করেন এই সেন্টার যাঁদের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো তাঁদের সবাইকে। এরপর আন্তর্জাতিক মানের কোচিং সেন্টার কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

এই কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য ক্লাস রুম, লাইব্রেরী কাম রিডিং রুম, ডাউট ক্লিয়ারিং রুম, রিফ্রেশমেন্ট রুম সহ যাবতীয় ব্যবস্থা রয়েছে জানালেন কতৃপক্ষ। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Be First to Comment