Press "Enter" to skip to content

খোয়াই আয়োজিত মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ১৭, ফেব্রুয়ারি, ২০২২। এই বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন খোয়াই আয়োজিত এবং ডঃ প্রবীর রায় (দাদামণি) প্রতিষ্ঠিত জাতীয় শক্তিপীঠ মাইকেল নগরে গত ১২ ই ফেব্রুয়ারি শনিবার একটি মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে ২৫ জন বিশিষ্ট কবি ও শিল্পীর উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উজ্জ্বল উপস্থিতিদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ আশ্রম সংঘের অধ্যক্ষ সারদাত্মানন্দজী মহারাজ, ডঃ প্রবীর রায় ও সমাজসেবী তিনকড়ি দত্ত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মানস পান্ডে‌, আশীষ ঘোষ, উৎসা কর,বর্ণালী রায়, প্রতিমা সরকার, অমর সরকার, মীরা বালা, অলোক লাহিড়ী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পুতুল দাস মিত্র সহ বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রণব গাঙ্গুলি ও হরেন দাস।

More from CultureMore posts in Culture »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.