নিজস্ব প্রতিনিধি : ১৭, ফেব্রুয়ারি, ২০২২। এই বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন খোয়াই আয়োজিত এবং ডঃ প্রবীর রায় (দাদামণি) প্রতিষ্ঠিত জাতীয় শক্তিপীঠ মাইকেল নগরে গত ১২ ই ফেব্রুয়ারি শনিবার একটি মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে ২৫ জন বিশিষ্ট কবি ও শিল্পীর উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উজ্জ্বল উপস্থিতিদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ আশ্রম সংঘের অধ্যক্ষ সারদাত্মানন্দজী মহারাজ, ডঃ প্রবীর রায় ও সমাজসেবী তিনকড়ি দত্ত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মানস পান্ডে, আশীষ ঘোষ, উৎসা কর,বর্ণালী রায়, প্রতিমা সরকার, অমর সরকার, মীরা বালা, অলোক লাহিড়ী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পুতুল দাস মিত্র সহ বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রণব গাঙ্গুলি ও হরেন দাস।
খোয়াই আয়োজিত মনোজ্ঞ সাহিত্য-শিল্প ধর্মীয় আলোচনা সভা…।
More from CultureMore posts in Culture »
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
- বিধান শিশু উদ্যানে পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ ১৪ ডিসেম্বর….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা
Be First to Comment