মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১০, সেপ্টেম্বর, ২০২০। ইতিমধ্যেই কলকাতার নগর দায়রা আদালতে বর্ধমান শহরে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ মামলায় দুজন মহিলা সহ সর্বমোট ছাব্বিশ জনের সাজা ঘোষণা করেছিল। গত মঙ্গলবার বিকেলে নগর দায়রা আদালতের বিশেষ এজলাসের বিচারক প্রসেনজিৎ বিশ্বাস এই মামলায় চার আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। চার আসামির বিরুদ্ধে সাত বছর করে সশ্রম কারাদণ্ড সহ পাঁচ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত পাঁচমাসের সশ্রম কারাবাসের রায়দান করেন বিশেষ এজলাসের বিচারক প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়। এই মামলার চৌত্রিশ জন অভিযুক্তের মধ্যে তেত্রিশজন জেলবন্দি। যার মধ্যে ত্রিশ জন তাদের দোষ আদালতে জবানবন্দির মধ্য দিয়ে স্বীকার করেছে। এই মামলায় মূল অভিযুক্ত সালাউদ্দিন সালেহান বরাবরই ফেরার রয়েছে। জেএমবির আন্তজার্তিক শাখার নেতা এই অভিযুক্ত বলে দাবি কলকাতা পুলিশের এসটিএফের। গত মঙ্গলবার নগর দায়রা আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা হলো মহম্মদ ইউনিস, মতিউর রহমান, জিয়াউল সেখ, এবং জাহিরুল সেখ। প্রত্যেক সাজাপ্রাপ্ত ( দুদফায় ত্রিশ জন) আসামি নিজেদের অপরাধ স্বীকার করে সমাজের মূল স্রোতে ফিরতে চেয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে ২ অক্টোবর বর্ধমান শহরে খাগড়াগড় পাড়ায় এক দোতলা বাড়িতে ভাড়াটিয়াদের দল বিস্ফোরণ ঘটায়। ল্যান্ডমাইন জাতীয় গ্রেনেড তৈরির সময় এই বিস্ফোরণটি ঘটেছিল তাতে দুজন ঘটনাস্থলেই মারা যায়। সর্বপ্রথম বর্ধমান সদর থানার পুলিশ, তারপর জেলা পুলিশের বিশেষ দল ঘটনার তদন্তে নামে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি এই মামলার তদন্তভার নেয়। পরবর্তী ক্ষেত্রে আন্তর্জাতিক যোগ বিশেষত বাংলাদেশ কানেকশন থাকায় এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে থাকে। মামলাটি বর্ধমান জেলা আদালত থেকে কলকাতার নগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, পূর্বস্থলী সহ বীরভূম – মুর্শিদাবাদ সর্বপরি বাংলাদেশের যোগসুত্র মেলে। জঙ্গি গ্রুপের যোগসাজেশে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বড় অংশ জুড়ে এই জঙ্গি দলের নেটওয়ার্ক খুঁজে পায় তদন্তকারীরা।
খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৪ জঙ্গির ৭ বছরের সশ্রম কারাদণ্ড
More from GeneralMore posts in General »
- ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আসানসোলের পিঙ্কি ও রাহুলের উদ্যোগ….।
- ঔষধ প্রস্তুতকারী সংস্থা দাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ “স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স”…।
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
Be First to Comment