সৃঞ্চিণী পোদ্দার, আগরপাড়া, ২৬ আগস্ট, ২০২৪। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর শুভ সূচনা হবে।আর সেই দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল এদিন ।পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া ইলিয়াস রোডের ধারে অবস্থিত আমরা সবাই সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। ইয়ংম্যানস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এ বছরের দুর্গাপুজো ৪৯ বছরে পদার্পণ করেছে। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও খুঁটি পূজার মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি।
লালন ফকির লিখেছিলেন খাঁচার ভিতর অচিন পাখি গানটি। যা আজও একটি অন্যতম জনপ্রিয় বাউল গান। এবার সেই গানকে মণ্ডপ শয্যার মাধ্যমে উপস্থাপন করা হবে। পরিচালনায় ইয়ংম্যানস অ্যাসোসিয়েশন। প্রতিটি মানুষের শরীরে ভেতর একটি আত্মা অধিষ্ঠান করে। যাকে খাঁচা রূপে উপস্থাপন করা হবে এবং সেই খাঁচার মধ্যে যে প্রাণটি লুকিয়ে থাকে সেই প্রাণকে বিকশিত করার বার্তা তুলে দিতে গোটা মণ্ডপকে খাঁচার ভিতর অচিন পাখি এই ভাবনার মধ্যে দিয়ে উপস্থাপন করা হবে। শিল্পী নিলোৎপল শীলের তত্ত্বাবধানে সেজে উঠছে আমরা সবাই দুর্গোৎসব কমিটি আয়োজিত এ বছরের দুর্গা পুজোর মন্ডপ। এদিন খুঁটি পূজার শেষে এলাকার মানুষদের এবং পথ চলতি মানুষদের প্রসাদ বিতরণ করা হয়।
Be First to Comment