ডঃ প্রফেসর সুখেন বিশ্বাস : রাজশাহী, বাংলাদেশ, ১৪ নভেম্বর, ২০২২। স্বপ্নের মতো। ১১৪৩ একর জমিতে একটি বিশ্ববিদ্যালয়। বিভাগ সংখ্যা ৫৯, তারই সঙ্গে ক্যাম্পাসেই রয়েছে ১২টা ইনস্টিটিউট। ১৪০০ অধ্যাপক। ছাত্রছাত্রীদের মাসিক ফিস মাত্র ১০ টাকা। সকাল ৯ টা থেকে শুরু হয় ক্লাস, চলে বিকেল ৪টে পর্যন্ত। গবেষণা সারাদিন, সারারাত। লাইব্রেরি খোলা ১২ঘণ্টা। সকাল ৮টা থেকে রাত ৮টা।
ক্লাস শেষে গাছতলায় কফির পেয়ালায় শুরু হয় সাহিত্য, বিজ্ঞান, সমসাময়িক ঘটনা নিয়ে আড্ডা, তর্কবিতর্ক।প্রত্যেক অধ্যাপকের আলাদা আলাদা কক্ষ। রয়েছে গবেষণার উপযোগী যাবতীয় সুবিধাসহ সমস্ত উপকরণ। ক্যাম্পাসের প্রতিটি রাস্তার আলাদা আলাদা নাম। যেমন প্যারিস রোড, রবীন্দ্র ভবন রোড ইত্যাদি।
ক্যাম্পাসেই রয়েছে পনেরোটা খেলার মাঠ, সঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সঙ্গে একাধিক জিমনেশিয়াম। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ২৩টা হোস্টেল। ক্যাম্পাস জুড়ে শালুকের সুবাস, রয়েছে সারি সারি দোকানপাট, রয়েছে শান্তিনিকেতনি বৃক্ষরাজি।
ক্লাস শেষে গাছতলায় কফির পেয়ালায় শুরু হয় সাহিত্য, বিজ্ঞান, সমসাময়িক ঘটনা নিয়ে আড্ডা, তর্কবিতর্ক। কোথাও বসে গানের আসর। সকাল ৭.৩০ থেকে শুরু হয় বাস সার্ভিস, ক্যাম্পাসের বাইরে তিরিশ কিলোমিটার জুড়ে।
শেষ বাস ছাড়ে ক্যাম্পাস থেকে রাত আটটায়। প্রতিদিন চলে ৫২টি বাস। তার মধ্যে ২টো দোতলা।
Be First to Comment