গোপাল দেবনাথ : ১৫, মার্চ ২০২১। গত বছর করোনা অতিমারীর কারণে বিশ্বের সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন ধরনের খেলাধূলা প্রায় স্থগিত হয়ে আছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্টেডিয়ামে দর্শকশূন্য ভাবে ক্রিকেট ও ফুটবল খেলা সম্পন্ন হয়েছে। সর্বত্র আবার নতুন করে শুরু হয়েছে প্রায় সব ধরণের খেলা। এই সময়ে আসানসোলে পূর্বাঞ্চল শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে জোড়া সোনার পদক জিতল অভ্রজ্যোতি সিং। প্রসঙ্গত অভ্রজ্যোতি বিশিষ্ট ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদারের পুত্র। অভ্রজ্যোতি ৫০ মিটার স্ট্যান্ডিং রাইফেল প্রোনে জুনিয়র ও সিনিয়র বিভাগে জয়ী হয়েছে। অভ্রজ্যোতি ৬০০-তে ৫৮১ স্কোর করে।

Be First to Comment