Press "Enter" to skip to content

ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাবের উদ্যোগে পঞ্চম আর্ন্তজাতিক আলোকচিত্র প্রদর্শনী…..।

Spread the love

সঙ্গীতা চৌধুরী : কলকাতা, ৮ই এপ্রিল ২০২২। আজ থেকে রবীন্দ্র সরোবর এর খুবই কাছে  ‘গ্যালারি গোল্ড’ -এ শুরু হয়েছে ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাবের পঞ্চম আর্ন্তজাতিক আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা। আজ ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী ১০ই এপ্রিল রবিবার পর্যন্ত। এই আলোকচিত্র প্রদর্শনীর সময়সীমা দুপুর ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিনে বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে এবং সেইসাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। এই বছর প্রদর্শনীটি প্রায় ৪০০টি অসাধারন ছবি দিয়ে সাজানো হয়েছে।

৪০০ টি ছবির মধ্যে বিদেশের পাঁচটি জায়গার কিছু ছবিও রয়েছে। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫২ জন। তবে উল্লেখ করার মতো বিশেষ ব্যাপার হল এবারের মহিলা অংশগ্রহণকারীর সংখ্যা ৪২ জন। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন এবং সভাপতি প্রান্তিক সেন সাংবাদিকদের বলেন এইবারে আমাদের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তে খুবই ভালো মানের ছবি এসেছে এবং সেইসাথে মহিলা আলোকচিত্রীর সংখ্যা আমাদের সকলের নজর কেড়েছে।

একটা সময় আলোকচিত্রের দিকটি পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিল কিন্তু ধীরে ধীরে মহিলারা অনেক এগিয়ে গেছে, এখন দেখা যাক পুরস্কারের পাল্লা কাদের দিকে বেশি ভারী হয় ! শেষদিনে সকলের নজর সেই দিকেই থাকবে।

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.