গোপাল দেবনাথ – গত ১৬ই নভেম্বর ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাব আয়োজিত বিজয়া সম্মিলনী-২০১৯. অনুষ্ঠিত হলো সুবর্ণ বণিক সমাজ হলে। সঙ্গীত, কবিতা পাঠ, মূকাভিনয়, গিটার বাদন, কমেডি, আড্ডা, নৃত্য, ম্যাজিক কি নেই এই আনন্দ অনুষ্ঠানে, সবই ছিল সাংবাদিকদের পারিবারিক অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই ছিল সংস্থার সভাপতি প্রান্তিক সেনের ভাষণ। কালচারাল কমিটির ঐকান্তিক প্রচেস্টায় খুবই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এই বিজয়া সম্মিলনী। সঙ্গীত পরিবেশন করেন পঙ্কজ চট্টোপাধ্যায়, স্নিগ্ধা মিত্র মুখার্জী, শম্ভু প্রসাদ সেন, শর্মিলা মিত্র, কবিতা পাঠে রথীন্দ্র মোহন বন্দোপাধ্যায়, ফটিক সাউ, কৃষ্ণপদ দাস, তৃষ্ণাভ হাজরা, শুক্লা গাঙ্গুলী, শিখা দেব, চন্দন মুখোপাধ্যায়, সঞ্জয় হাজরা, অজন্তা চৌধুরী, পাপিয়া মিত্র, বিষ্ণু শিখোয়াল। নৃত্যানুষ্ঠানে অংশ গ্রহন করেন শর্মিষ্ঠা ঘোষাল, পৃথা চক্রবর্তী, আইরিন সেন, জয়িতা বিশ্বাস,এ ছাড়া পঞ্চানন ঘোষালের ম্যাজিক, অসিত আচার্যর মূকাভিনয়, উমর জুনেদ এর মনমাতানো গীটার বাদন সকলের ভালো লেগেছে। সমগ্র অনুষ্ঠানে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাই অংশ গ্রহন করে ছিল। পুজোর আমেজ ধরে রাখতে ঢাকের ব্যবস্থা নজর কেড়েছে সবার। সব শেষে মিষ্টিমুখ।
ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাব আয়োজিত বিজয়া সম্মিলনী
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment