বয়স কমাবার ইচ্ছে থাকলে ঘুমচোখে নিত্যদিন হাত বাড়ান জিভছোলাটির দিকে। এমনটা জানিয়েছে, টেক্সসের ব্যেলর কলেজ অফ মেডিসিন। তাদের মতে কারও মুখের ভিতর নিয়মিত ভাল হারে ব্যাকটেরিয়া তৈরি হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির বয়সের ওপর প্রভাব ফেলে ৷
মানে, বয়স যাই হোক না কেন, অনেক কমবয়সি দেখায় তাঁকে৷ আর নিয়মিত জিভছোলা ব্যবহারের ফলেই এই ধরনের ব্যাকটেরিয়া ভাল ভাবে জন্মাতে পারে মুখে। ‘ভাল ব্যাকটেরিয়া’ বলে পরিচিত এই অনুজীব মুখের লালায় নাইট্রেট তৈরি করে। এই নাইট্রেটই বয়স লুকোতে সাহায্য করে।
Be First to Comment