গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ আগস্ট ২০২১। এই বিশ্বে যে কয়টি বিখ্যাত বাংলা ব্যান্ড আছে তার মধ্যে অন্যতম ব্যান্ড ক্যাকটাস। দেখতে দেখতে উনত্রিশ বছর পার হলো বাংলা রক ব্যান্ড ক্যাকটাসের। বাংলা রক মিউজিকে ক্যাকটাস একটা ব্র্যান্ড। বাংলা ব্যান্ডের গানের অন্যতম সফল গ্রুপ ক্যাকটাস। জন্মদিনে নতুন গান ছিঃ ছিঃ ছিঃ মুক্তি পেল।সতেরো বছর পর আবার এক সাথে সিধু আর পটা ক্যাকটাসের নতুন গানে এলেন।ক্যাকটাসের বর্তমান লাইনআপে রয়েছেন গীটারে বৈদুর্য্য চৌধুরী, সম্রাট ব্যানার্জি,বাস গীটারে প্রশান্ত মাহাতো, কিবোর্ডে সায়ন্তন চ্যাটার্জি, ড্রামসে অর্নব দাশগুপ্ত। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জি আর রত্ন।
নতুন গানের বিষয়ে বলতে গিয়ে সিধু বলেন, “মূলত গানটা বিভিন্ন রাজনৈতিক নীতি যা জনসাধারণের সমর্থন না থাকলেও মেনে নিতে হয় সেই সিস্টেমের বিষয়ে।যেমন ডোনাল্ড ট্রাম্প বললেন মাস্ক পড়ার প্রয়োজন নেই,জো বাইডেন এসে বললেন মাস্ক পড়ুন।ইতিমধ্যে কোভিড যা ছড়ানোর ছড়িয়ে গেল।এদেশে হঠাৎ মনে হোল কুম্ভ মেলা হওয়া দরকার,কেউ বললেন ভোট হওয়া দরকার।লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে।কোভিড বাড়তেই সরকার বললেন সবাই বাড়িতে থাকুন।সরকারি কর্মী ব্যাতিরেকে বাকিদের রুজি রোজগার কি হবে কেউ জানেনা।শিক্ষা ব্যবস্থার কি হবে সবই অনিশ্চয়তায় ভরা।এই পরিস্থিতিতে গানে শিল্পী হিসেবে আমাদের বক্তব্য তুলে ধড়েছি।” সিধু-পটার গান ক্যাকটাসে আবার ফিরে এলো।এই নিয়ে সিধু বলেন,” সতেরো বছর পর ক্যাকটাসের গান করলাম এক সাথে।এর আগে ২০০৪ এ রাজার রাজা অ্যালবামে দুজনে একসাথে গেয়েছিলাম।একটা লম্বা সময় পর আবার ক্যাকটাসের গানে দুজনে ফিরলাম।ওর সাথে ক্যাকটাসের নতুন গান করা একটা ইমোশনাল কানেকশন তো আছে বটেই। আমাদের প্রথম অ্যালবাম প্রকাশ পায় ১৯৯৯ সালে এইচ.এম.ভি থেকে।হলুদ পাখি ভীষণই জনপ্রিয় হয়।নীল নির্জনে প্রথম সিধু-পটা জুটির কাজ মানুষ সামনে থেকে দেখেন।” আগামী দিনের ভাবনা নিয়ে পটা বললেন,”নতুন গানের কাজ শুরু করেছি। এই বছরের শেষে অথবা পরের বছরের শুরুতেই নতুন গান প্রকাশ করার চিন্তা ভাবনা রয়েছে।এখন এই ছিঃ ছিঃ ছিঃ এর সাফল্য উপভোগ করছি।”
ক্যাকটাসের জন্মদিনে প্রকাশিত নতুন গানে সিধু-পটা আবার একসাথে……।
More from CultureMore posts in Culture »
- Ramayan Cultural Centre celebrates the First Anniversary of the Ram Mandir Inauguration in Ayodhya….Ramayan Cultural Centre celebrates the First Anniversary of the Ram Mandir Inauguration in Ayodhya….
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
More from EntertainmentMore posts in Entertainment »
- Diljit Dosanjh Endorses PM Modi’s Dream of Making India the Epicenter of Global Music and Entertainment at WAVES Summit 2025….
- চিরতরে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুন রায়….।
- জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা….।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
Be First to Comment