Press "Enter" to skip to content

ক্যাকটাসের জন্মদিনে প্রকাশিত নতুন গানে সিধু-পটা আবার একসাথে……।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ আগস্ট ২০২১। এই বিশ্বে যে কয়টি বিখ্যাত বাংলা ব্যান্ড আছে তার মধ্যে অন্যতম ব্যান্ড ক্যাকটাস। দেখতে দেখতে  উনত্রিশ বছর পার হলো বাংলা রক ব্যান্ড ক্যাকটাসের। বাংলা রক মিউজিকে ক্যাকটাস একটা ব্র্যান্ড। বাংলা ব্যান্ডের গানের অন্যতম সফল গ্রুপ ক্যাকটাস। জন্মদিনে নতুন গান ছিঃ ছিঃ ছিঃ মুক্তি পেল।সতেরো বছর পর আবার এক সাথে সিধু আর পটা ক্যাকটাসের নতুন গানে এলেন।ক্যাকটাসের বর্তমান লাইনআপে রয়েছেন গীটারে বৈদুর্য্য চৌধুরী, সম্রাট ব্যানার্জি,বাস গীটারে প্রশান্ত মাহাতো, কিবোর্ডে সায়ন্তন চ্যাটার্জি, ড্রামসে অর্নব দাশগুপ্ত। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জি আর রত্ন।
নতুন গানের বিষয়ে বলতে গিয়ে সিধু বলেন, “মূলত গানটা বিভিন্ন রাজনৈতিক নীতি যা জনসাধারণের সমর্থন না থাকলেও মেনে নিতে হয় সেই সিস্টেমের বিষয়ে।যেমন ডোনাল্ড ট্রাম্প বললেন মাস্ক পড়ার প্রয়োজন নেই,জো বাইডেন এসে বললেন মাস্ক পড়ুন।ইতিমধ্যে কোভিড যা ছড়ানোর ছড়িয়ে গেল।এদেশে হঠাৎ মনে হোল কুম্ভ মেলা হওয়া দরকার,কেউ বললেন ভোট হওয়া দরকার।লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে।কোভিড বাড়তেই সরকার বললেন সবাই বাড়িতে থাকুন।সরকারি কর্মী ব্যাতিরেকে বাকিদের রুজি রোজগার কি হবে কেউ জানেনা।শিক্ষা ব্যবস্থার কি হবে সবই অনিশ্চয়তায় ভরা।এই পরিস্থিতিতে গানে শিল্পী হিসেবে আমাদের বক্তব্য তুলে ধড়েছি।” সিধু-পটার গান ক্যাকটাসে আবার ফিরে এলো।এই নিয়ে সিধু বলেন,” সতেরো বছর পর ক্যাকটাসের গান করলাম এক সাথে।এর আগে ২০০৪ এ রাজার রাজা অ্যালবামে দুজনে একসাথে গেয়েছিলাম।একটা লম্বা সময় পর আবার ক্যাকটাসের গানে দুজনে ফিরলাম।ওর সাথে ক্যাকটাসের নতুন গান করা একটা ইমোশনাল কানেকশন তো আছে বটেই। আমাদের প্রথম অ্যালবাম প্রকাশ পায় ১৯৯৯ সালে এইচ.এম.ভি থেকে।হলুদ পাখি ভীষণই জনপ্রিয় হয়।নীল নির্জনে প্রথম সিধু-পটা জুটির কাজ মানুষ সামনে থেকে দেখেন।” আগামী দিনের ভাবনা নিয়ে পটা বললেন,”নতুন গানের কাজ শুরু করেছি। এই বছরের শেষে অথবা পরের বছরের শুরুতেই নতুন গান প্রকাশ করার চিন্তা ভাবনা রয়েছে।এখন এই ছিঃ ছিঃ ছিঃ এর সাফল্য উপভোগ করছি।”

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.