গোপাল দেবনাথ : কলকাতা, ৭, আগস্ট, ২০২০। বিশ্বব্যাপী করোনা মহামারী কালে একটি নতুন শব্দের সংযোজন হয়েছে সেটা হলো কোয়ারেন্টাইন। এই কোয়ারেন্টাইন শব্দের সাথে কেমন করে যেন কবিগুরু রবীন্দ্রনাথ যুক্ত হয়ে গেলেন।
আজ কবিগুরুর প্রয়াণ দিবসে তেমনই একটি ছোট তথ্য নির্ভর ছবির কথাই এই লেখার মাধ্যমে জানাচ্ছি, ছবির নাম “কোয়ারেন্টাইনে রবীন্দ্রনাথ”! (এটি একটি ছোট তথ্য নির্ভর ছবি)। নির্মাতারা নামের মধ্যে বেশ চমক রেখেছেন।
এই ছবিটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান এবং কবিতার অংশ নিয়ে তৈরি করা হয়েছে। যেখানে কবির সৃষ্টি গুলোকে বর্তমান লকডাউন পরিস্থিতির সঙ্গে সেতু নির্মাণের চেষ্টা করেছেন ছবির নির্মাতারা। এই ছবির চিত্রনাট্যে বেশ নতুনত্বের ছোঁয়া আছে, নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধনের ভাবনাটিও প্রশংসনীয়। সমগ্ৰ নিবেদনটি একটি আড্ডার মেজাজ তৈরি করায় দেখতে বেশ ভালো লাগে।
তবে কয়েকটি অংশে একটু দূর্বল মনে হয়েছে বিশেষত নৃত্যাংশে। তবে এই রকম নতুন ধরনের উপস্থাপনার জন্য সুমনা পাঠক দাস এবং শ্রীরূপ শেঠ অবশ্যই প্রশংসা পাবেন। নির্মাতাদের অনুরোধ ইউটিউব এ অবশ্যই একবার দেখতে পারেন কোয়ারেন্টাইনে রবীন্দ্রনাথ।
Be First to Comment