শতরূপা সান্যাল : চিত্র পরিচালক ও সমাজসেবী : কলকাতা, ২২ মে ২০২১। সল্টলেক নিউটাউন অঞ্চলে গত কয়েক মাস ধরেই কোভিড বা অন্য রোগে আক্রান্ত মানুষদের বিনামূল্যে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে স্কাড সোসাইটির (ক্যাটস এন্ড ডগস) অরিজিত মুখার্জীর নেতৃত্বে কয়েকজন স্বেচ্ছাসেবক। দিন নেই রাত নেই, ওরা সদা জাগ্রত।
আজ অর্থাৎ ২২মে আমাদের আরো দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের প্রতিনিয়ত সেবার কাজে যুক্ত হল। এই করোনা অতিমারীর কথা মাথায় রেখে পাঠিয়েছেন বিদেশের বন্ধু ইলোনা মৈত্র, লিটারেসি ইন্ডিয়ার মাধ্যমে। যে কোন সময়ে অক্সিজেনের প্রয়োজন হলেই, আমরা সর্বদা প্রস্তুত আছি। অত্যন্ত সীমিত ক্ষমতা সত্বেও সীমাহীন সহমর্মিতায় সদা প্রস্তুত স্কাড সোসাইটির সদস্যরা।
এই মহান কাজে হাত বাড়িয়ে দেওয়ার জন্য শ্রীলেখা মুখার্জীকে অনেক ভালোবাসা। স্কাডের অন্য বন্ধুদেরও ধন্যবাদ!!
Be First to Comment