Press "Enter" to skip to content

কে হবে জয়ী সত্য না মিথ্যা
গণতন্ত্র না স্বৈরতন্ত্র……..।

Spread the love

জয়ের মাপকাঠি / মতিলাল পটুয়া। কলকাতা।

অকটপাশের চোহদ্দির মাঝে
বেঁচে আছি আমরা
কেউ কেউ বাঁচার চেষ্টায়
কেউ প্রাণ দিচ্ছে অকালে
ঝরছে কত রক্ত রং !

চলছে বাঁচার আন্দোলন
নানা রঙে নানা ঢঙে
প্রকাশ্যে নির্জনে
চিৎকারে চুপিসারে
দুর্ভেদ্য প্রাচীরে ,
প্রাচীরের অন্তরালে
আশ্বাসের হাতছানি
উঁকি ঝুঁকি কিছু তন্ত্রের ।

এখন চারিদিক উত্তাল
প্রচারের বাকযুদ্ধে
স্বৈরতন্ত্র বনাম গণতন্ত্র ,
জনগনের ভোটের রায়ে
অপেক্ষামান সময়
সময়ের তুলাদণ্ড আঁকবে
সমাজের মাননির্নয়
জয়ের মাপকাঠি ।। কে হবে জয়ী
সত্য না মিথ্যা
গণতন্ত্র না স্বৈরতন্ত্র।

কবি ও লেখক — মতিলাল পটুয়া।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.