বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১ নভেম্বর ২০২১। “অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন”-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর অনুপ্রেরণায় কেষ্টপুরের প্রফুল্ল কাননে অনুষ্ঠিত হলো ২০২১-এর বিজয়া সম্মিলনী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পাল্কী’ ও ‘সুরের আকাশে’ সংগীত দল কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভর বসু,স্বস্তিকা রায়, মলয় বিশ্বাস, অপরেশ মজুমদার, দীপ্তা মজুমদার, রিতা বিশ্বাস, সমর চ্যাটার্জী, দীপা বসাক, অলক চক্রবর্তী, অরূপ ঘোষ সহ বিশিষ্টজন।
Be First to Comment