সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: ৬ আগস্ট, ২০২৪। কিশোর কুমারের ৯৫ তম জন্মদিবস উদযাপন করলেও তার ভক্তরা। কামারহাটি পৌরসভার অন্তর্গত এম এম ফিডার রোড বেলঘড়িয়ায় অবস্থিত বেলঘড়িয়া রবীন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে কেক কেটে নাচ গানের মাধ্যমে সম্পন্ন হয় কালজয়ী সংগীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান। ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রা টিমের পরিচালনায় আয়োজিত এদিনের এই সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শামিল হন বিশিষ্ট অভিনেতা সত্যম মজুমদার । অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় ছবির গান গেয়ে মাতিয়ে তোলেন সংগীত শিল্পী কাশীনাথ পান্ডা, জয়ন্ত মুখার্জী ,অসীমা মল্লিক, নিশীথ মাইতি, পাপিয়া সাহা ,সুতপা পাল, উত্তম পাল ,পম্পা চ্যাটার্জি সহ আরো অনেকে। এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে ক্ষুদে শিল্পী লুকোচুরি ঘোষের গানে মেতে ওঠেন উপস্থিত শ্রোতামন্ডলী।
সুর, উচ্ছ্বাস এবং বহুমুখীতার সমার্থক একটি নাম, কিশোর কুমার। তবে তিনি একজন কেবলমাত্র গায়কই ছিলেন না। সংগীত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক , এমনকি একজন দক্ষ অভিনেতাও ছিলেন। তার স্বতন্ত্র কণ্ঠস্বর, প্রতিটি নোটে আবেগ প্রকাশ করার এক অতুলনীয় ক্ষমতার সাথে মিলিত, তাকে ভারতীয় সঙ্গীত শিল্পে একটি অপূরণীয় ধন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার ৯৫ তম জন্মদিনকে কেন্দ্র করে কেক কেটে উদযাপন করা হয়। এলাকার বহু মানুষ সামিল হন এই দিনের অনুষ্ঠানে। কিশোর কুমারের সৃষ্টি বেশ কিছু জনপ্রিয় স্বর্ণযুগের গানে নেচে মন মাতান নৃত্যশিল্পী স্মরণিকা পোদ্দার এবং সৌরজিৎ দাস।
আজ থেকে কয়েক বছর আগে ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার দলের সূচনা করেছিলেন বাবলু রায়। একের পর এক ধাপ পেরিয়ে রাজ্যের বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গানের দল নিয়ে হাজির হয়েছেন বহু শিল্পী। এবার কিশোর কুমারের ভক্তদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে এই দিনেই গোটা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশিষ্ট উদ্যোক্তা উৎপল ঘোষের তদারকিতে এই দিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতি এবং এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়বার মতো ।
সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। শিল্পীর প্রতিকৃতিকে মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা কিশোর কুমারের বহু ভক্তরা নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখেই বিভিন্ন গানের মধ্য দিয়ে দিনটি পালন করেন। উদ্যোক্তারা বলেন, ‘এবছরই আমরা প্রথম বেলঘড়িয়া রবীন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে জাঁকজমকের সঙ্গে অমর শিল্পীর জন্মদিন পালন করছি। তবে আগামী বছর থেকে আরও বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। অথচ সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও রোজ দিনশেষে একবার সবাই মিলে শ্রদ্ধেয় শিল্পীর গান চর্চা করি।’
Be First to Comment