নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৪ জুলাই, ২০২৩। সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও কলকাতা-ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্টেরোভিজ পিক্সেলস প্রাইভেট লিমিটেড। পূর্ব ভারতে ক্রমাগত বাড়তে থাকা অস্ত্রোপচার পরিকল্পনা মডেল ও অন্যান্য সামগ্রীর চাহিদা পূরণের লক্ষ্যই ছিল এই মউ চুক্তির মূল উদ্দেশ্য।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তরফে এই কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া হয়েছে, যেখানে মেড-টেক সংস্থা স্টেরোভিজ পিক্সেলস, কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত অস্ত্রোপচারের পরিকল্পনা, রোগী-ভিত্তিক প্রতিস্থাপন পদ্ধতি ও আধুনিক চিকিৎসা-প্রযুক্তির বিভিন্ন ধরণ কার্যকরী করে তুলবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সুরঞ্জন দাসের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার শৌভিক রায় চৌধুরী এবং স্টেরোভিজ পিক্সেলস-এর সিইও সাম্যদীপ রায়।
Be First to Comment