গোপাল দেবনাথ : কলকাতা, ৬ আগস্ট, ২০২০।গোটা সিনেমাটাই মোবাইলে তোলা হয়েছে কি অবাক হচ্ছেন! না অবাক হওয়ার কিছু নেই। এই স্বল্পদৈর্ঘ্যর ছবিটি যাঁর মস্তিস্ক প্রসূত তিনি হলেন পরিচালক কুন্তল শোও। এই ছবিটির কাহিনী, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনা সবই একা সামলেছেন। ছবির নাম ‘ফ্যামিলি’। এটি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। অভিনয়ে আছেন, অমরনাথ , অনিমেষ, সিধারথো এবং কুন্তল শোও। এই ছবিটি প্রযোজনা করেছেন এক্স ওয়াই জেড প্রোডাকশন। এই সিনেমার গল্প সংক্ষেপে জানালেন পরিচালক কুন্তল, এটি একটি পরিবারের সচেতনতার গল্প, এই অতি-মারি তে মানুষ সে শুধু নিজের কথা না ভেবে তার পরিবারের কথা ভেবে নিজেকে সংযত করার গল্প। আনন্দ আড্ডা করার জন্য সারাজীবনে প্রচুর সময় পাওয়া যাবে কিন্তু এই সময় পরিবারের স্বার্থে নিজেকে বদলানোর গল্প। এই কাহিনী আমার আপনার সবার পরিবারের।
ধন্যবাদান্তে: – আভিরুপ ভৌমিক।
WATCH THE FILM AT ( YOUTUBE CHANNEL)/ LINK:- https://www.youtube.com/watch?v=cejXuGIK53c&t=140s
Be First to Comment