সৃঞ্চিণী পোদ্দার, শ্যামবাজার: ৩০ জুলাই, ২০২৪। তোমায় পড়েছে মনে….. যিনি শ্রোতাদের মন জুড়ে যুগের পর যুগ ধরে একই ভাবে অধিষ্ঠান করেন। যার গান শুনে বাচ্চা থেকে শুরু বৃদ্ধ আবাল বনিতা সকলেই ঘাড় নাড়িয়ে ওঠেন তিনি হলেন সকলের হৃদয়ের মনি কিশোর কুমার।
কিশোর কুমার, শ্রোতাদের কাছে একটা আবেগ। যার কণ্ঠ মর্মস্পর্শী তো বটেই, পাশাপাশি হৃদয়েও লাগে আবেগের ছোঁয়া। আগামী ৪ আগস্ট রবিবার, প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার, অভিনেতা তথা সংগীত পরিচালক কিশোর কুমারের ৯৫তম জন্মদিবস। সেই উপলক্ষ্যে কিশোর কুমারের প্রাক্ জন্মদিবস উৎযাপন করল বি বি মিউজিক্যাল ট্রুপ। কলকাতার এক অনুষ্ঠান হলে এদিন রবিবাসরীয় সন্ধ্যায় কিশোর কুমার সৃষ্ট নানা স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেওয়ার মতো নাচে গানে কথায় গল্প নিয়ে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সংগীতশিল্পীর জন্ম দিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। বি বি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার বাবু বোসের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। যেখানে বহু শিল্পীদের সমাগম ঘটে।
‘তোমায় পড়েছে মনে…’ কিশোরের গাওয়া এই গানটি আজ ভীষণরকম ভাবে প্রসঙ্গত। প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি এমনকি তার সৃষ্ট প্রতিটি গানের কথা শিহরণ জাগায় শ্রোতাদের মনে। তেমনই কিছু সতেজ করে তোলার মতো সোনালী যুগের জনপ্রিয় কিশোর কুমারের গাওয়া গান গেয়ে মাতিয়ে তোলেন শিল্পীরা।
এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পন্ডিত স্বপন সেন, বিশিষ্ট সংগীত শিল্পী টোটন কুমার, মনু চ্যাটার্জি, স্বপন চ্যাটার্জি। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমার কে গানে গানে স্মরণ করেন বিশিষ্ট সংগীত শিল্পী অভিজিৎ দাস , সুস্মিতা ঘোষ , সোমা পাত্র , কল্পতরু ভট্টাচার্য , মিঠু দে, দীপঙ্কর নস্কর , স্বপন চ্যাটার্জি, প্রদীপ কুমার ব্যানার্জি, ইন্দ্রনীল সাহা , ভোলানাথ মল্লিক সহ আরো অনেকে ।
আবির সেনগুপ্তর সঞ্চালনায় ভরে ওঠে এই দিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ।
বলাবাহুল্য, কিশোর কুমারের গান শুনলে স্মৃতির সরণিতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালি দিনগুলিতে। ফের সতেজ করে তোলা যায় মরচে পড়া স্মৃতিকে। প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও পরবর্তীতে কিশোরই হয়ে উঠেছিলেন অনেক শিল্পীর সাধনা।তাঁর আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তার সৃষ্টি করা জনপ্রিয় কিছু গানের ঝলকে মুহূর্ত নাচের মাধ্যমে তুলে ধরেন নৃত্যশিল্পী স্মরণিকা পোদ্দার এবং সৌরজিৎ দাস।
এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত বুবুর সঙ্গীত শিল্পী কে বিশেষভাবে সম্মান প্রদান করা হয় বিবি মিউজিকাল গ্রুপের অন্যতম উদ্যোক্তা সংগীত শিল্পী রঞ্জিত শর্মা এবং অগ্নিজিৎ নিজের হাতে।
যে সমস্ত প্রতিভাবান শিল্পীরা সুযোগের অভাবে নিজেদের প্রতিভাকে মঞ্চস্থ করতে পারে না। তাদের জন্য আমরা মঞ্চ প্রস্তুত করব। তুলে ধরব প্রতিভাকে। এমনটাই বললেন, বি বি মিউজিক্যাল ট্রুপের কর্ণধার বাবু বোস।
Be First to Comment