সায়ন দেবনাথ : কলকাতা, ৮ সেপ্টেম্বর ২০২৫। সম্প্রতি উত্তর কলকাতার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মঞ্চে কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলির একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানটি সংগঠিত করেন সঙ্গীত শিল্পী শ্রীমতি অনুরাধা মুখার্জি এবং তার নিজস্ব ব্যান্ড ANU 156 BAND। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন অনির্বাণ মিত্র। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সংগীত শিল্পী শ্রী সৈকত মিত্র , শ্রীমতি মিতা চ্যাটার্জী , শ্রী আবির চ্যাটার্জী , শ্রী আকাশ বর্মন, শ্রী অনির্বাণ মিত্রের সংগীত পরিবেশনা। এছাড়া ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার সুরকার ও কবি শ্রী সুব্রত ঘোষাল , সাংবাদিক শ্রী অভিজিৎ ভট্টাচার্য এবং সর্বোপরি নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র। এই অনুষ্ঠানে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট এর নৃত্য পরিবেশনা এবং শ্রীমতি অনুরাধা মুখার্জির সাথে সংগীত শিল্পী সৈকত মিত্রের একটি যুগল সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এদিন শ্রী অনির্বাণ মিত্রের একক সংগীত পরিবেশনা এবং শ্রীমতি মিতা চ্যাটার্জি ও শ্রীমতি অনুরাধা মুখার্জির সাথে যুগল সংগীত পরিবেশনা যথেষ্ট প্রশংসা অর্জন করে। সর্বোপরি এই অনুষ্ঠানটি দর্শকবৃন্দের কাছে প্রশংসনীয় হয়ে ওঠে।







Be First to Comment