মধুমিতা শাস্ত্রী : কলকাতা, ২০ মার্চ ২০২২। কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে সম্প্রতি বিতর্ক হচ্ছে। অনেকেই বলছেন ছবিটি বিজেপির প্রোপাগান্ডামূলক। এই প্রসঙ্গে বলার কথা এটাই যে, এই ঘটনা নতুন নয়। সিনেমা অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম এবং যুগে যুগে দেশে দেশে শাসকশ্রেণি একে নিজেদের প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের দেশের কথাই আগে বলি। ১৯৬৫ সালে বলিউডের হিরো মনোজকুমার ওরফে ভরতকুমার ওরফে হরিকৃষেন গিরি গোস্বামী ‘শহিদ’ নামে ভগৎ সিংয়ের জীবনী অবলম্বনে একটি ছবি বানিয়েছিলেন। তখন ভারত-পাকিস্তান যুদ্ধ সবে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান স্লোগান দিয়েছেন। শহিদ সিনেমার সাফল্য দেখে তিনি ধরলেন গিয়ে মনোজকুমারকে। অনুরোধ, তাঁর জয় জওয়ান জয় কিষান স্লোগান নিয়ে একটা সিনেমা বানাতে হবে। মনোজকুমার বানালেন ‘উপকার’। মুক্তি পেল ১৯৬৭ সালে। ছবি সুপারহিট। এরপর মনোজকুমার ‘পূরব আউর পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’ প্রভৃতি দেশভক্তিমূলক ছবি বানিয়েছিলেন।
প্রোপাগান্ডা মূলক ছবি বানানোর কাজটা অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছিল নাজি জমানায়, জার্মানিতে। গোয়েবলসের অধীনে ‘রাইখস চেম্বার অব সিনেমা’ নামে একটি দপ্তর ছিল। সেখানে জার্মানির প্রথিতযশা পরিচালকরা হিটলারের গুণকির্তন করে ছবি বানাতেন। জার্মানির পরিচালক ও টেকনিশিয়ানরা ছিলেন খুব উচ্চমানের। ফলো ছবিগুলিও হতো উন্নতমানের। একজন পরিচালকের কথা বলাই যায়। তিনি লেনি রুফানস্টল নামে এক মহিলা। ছিলেন অভিনেত্রী। পরিচালক হয়ে ‘ট্রায়াম্ফ অব উইলি’ নামে নাজি প্রচারমূলক একটি ছবি বানিয়েছিলেন। ছবিটি এতই ভালো হয়েছিল যে, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছিল। হিটলারের কথা বাদ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকরা ভিয়েতনামে নিজেদের লজ্জাস্কর হার ঢাকতে হলিউডের হিরোদের দিয়ে মার্কিন সেনার প্রশস্তিমূলক একের পর এক ছবি বানাতে শুরু করল। সিলভস্টার স্টালোনের ফার্স্ট ব্লাড, গুডমর্নিং ভিয়েতনাম প্রভৃতি ছবির নাম করাই যায়। এইসব ছবিতে মার্কিন সেনাদের মহৎ এবং ভিয়েতকংদের বর্বর নৃশংস হিসেবে দেখানো হতো।
জেমস বন্ডের একাধিক ছবিতে সোভিয়েত ইউনিয়ন ও কম্যুনিস্ট ব্লকের দেশগুলিকে মানবতার শত্রু আর ব্রিটেন ও আমেরিকাকে বিশ্বের রক্ষাকর্তা হিসেবে দেখানোই ছিল রেওয়াজ। সোভিয়েত ইউনিয়ন ও কমুনিস্ট দেশগুলির পতনের পর স্বভাবতই হলিউডের ছবির ভিলেনও পাল্টে গিয়েছে। হয় তারা উত্তর কোরিয়া, চীনের লোক। না হলে আফগানিস্তান কিংবা ইরান অথবা পশ্চিম এশিয়ার কোনও শত্রু দেশের।
আমাদের দেশে মনে করুন জে পি দত্তার বর্ডার, অক্ষয়কুমারের মিশন মঙ্গল, কেশরী কিংবা ভিকি কৌশল অভিনীত উরি প্রভৃতি ছবির কথা। সেগুলিও এই গোত্রেরই।
সব শেষে আমার প্রিয় পরিচালক ঋত্বিক ঘটকের কথা বলি। তিনি কিন্তু নিজেকে খোলাখুলি প্রোপাগান্ডিস্ট বলতে দ্বিধা করতেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিনেমার প্রেমে আমি পড়িনি মশাই। যেদিন এর থেকে বেটার মিডিয়াম আসবে, সেদিন সিনেমার মুখে লাথি মেরে চলে যাব। তিনি মনে করতেন, সিনেমার দ্বারা একসঙ্গে অনেক মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়া যায়। তবে বাকিদের সঙ্গে তাঁর পার্থক্য হল, তাঁকে কোনও দেশের শাসক শ্রেণি খাতায়কলমে বা বকলমে দায়িত্ব দেয়নি। তিনি নিজের তাগিদে শাসকের বিরুদ্ধে সিনেমাকে হাতিয়ার করেছিলেন।
অতএব ‘কাশ্মীর ফাইলস’ পার্ট অব দ্য গেম। দেখুন, সমালোচনা করুন, বিরোধিতা করুন। কিন্তু ব্যান করার দাবি তুলবেন না। না হলে গণতান্ত্রিক পরিসর এখনও যেটুকু আছে সেটা নষ্ট হবে।
‘কাশ্মীর ফাইলস’ পার্ট অব দ্য গেম। দেখুন, সমালোচনা করুন, বিরোধিতা করুন। কিন্তু ব্যান করার দাবি তুলবেন না……।

More from CinemaMore posts in Cinema »
- সত্যজিৎ রায় প্রথমে ‘পরশপাথর’ ছবিতে জহর রায় কে ছোট্ট রোল দিয়েছিলেন, পরেশ দত্তের চাকর ভজহরি….।
- সুচিত্রা মিত্রের জন্ম হয়েছিল চলন্ত ট্রেনে, তাই তিনি প্রায়ই ঠাট্টা করে বলতেন, আমি তো জন্ম থেকে যাযাবর….।
- উৎপল দত্তকে বিয়ে করার পরে শোভা সেন এর জীবনের মোড় ঘুরে যায়…..।
- অভিমান ভালো, তারও চেয়ে ভালো প্রেম….।
- সত্যজিৎ রায় এর অন্যতম প্রিয় অভিনেতা সমীর মুখার্জী চলে গেলেন….।
- বাংলা সিনেমায় ভালো কাজ করতে মন চায় : মুম্বাই থেকে রাজেশ…..।
More from EntertainmentMore posts in Entertainment »
- Durga Puja: TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে….।
- কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান….।
- লেকটাউনের মাণিক্য মঞ্চে মহানায়ক উত্তমকুমারকে নিয়ে এস এন মিউজিকের শ্রদ্ধার্ঘ্য ‘চিরদিনের উত্তম’….।
- TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে…।
- সত্যজিৎ রায় প্রথমে ‘পরশপাথর’ ছবিতে জহর রায় কে ছোট্ট রোল দিয়েছিলেন, পরেশ দত্তের চাকর ভজহরি….।
- টাউন হলে রামমোহন রায় এর ২৫১তম জন্মবার্ষিকী উদযাপন….।
More from InternationalMore posts in International »
- Durga Puja: TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে….।
- “এসো মা দুর্গা” ভারতীয় তাঁত ও হস্তশিল্প প্রদর্শনী সহ বিক্রয় শুরু হলো কলকাতায়….।
- কর্ণাটক এর উদিপিতে আস্ত একটা স্কুলকে ট্রেনের আদল দেওয়া তা যেন সকলেরই নজর কেড়েছে…..৷
- মীনা দিবসে মীনা-র থেকে শিক্ষালাভ করে আমরা যেন কোন শিশুকেই অবহেলা না করি….৷
- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেহুলি ঘোষের হাত ধরে এশিয়ান গেমসের তরফে ভারতের ঝুলিতে এল প্রথম পদক….।
- সি.আই.এস.সি.ই. ন্যাশনাল ক্যারাটেতে পূর্ব বর্ধমানের ইশানীর সোনা জয়….।
Be First to Comment