বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৬ অক্টোবর, ২০২৪। কলকাতা কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে “অ্যাডভান্সড ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড”(এ .ডব্লিউ.ই.আই.এল)-এর চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল মঙ্গলবার ১ অক্টোবর।
কার্যকরী স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন বৃদ্ধির সম্ভাবনা ও উদ্ভাবনের জন্য অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের অংশ হিসাবে ২০২১ সালের ১লা অক্টোবরে. ডব্লিউ.ই.আই.এল প্রতিষ্ঠিত হয়েছিল। এ. ডব্লিউ.ই.আই.এল ভারতীয় সশস্ত্র বাহিনী, অভ্যন্তরীণ অসামরিক বাহিনীর ব্যবহারপযোগী ছোট এবং বড় মাপের অস্ত্র তৈরিতে এবং রপ্তানিতে বিশেষ ভূমিকা পালন করে।
গান এন্ড শেল ফ্যাক্টরী, কাশীপুর, এ.ডব্লিউ.ই.আই. এল-এর অধীনে একটি ঐতিহাসিক এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান এবং ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির মধ্যে প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘ ২২০ বছরেরও অধিক সময় ধরে সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে,গান এন্ড শেল ফ্যাক্টরি প্রতিরক্ষা উৎপাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃত।
ঐদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান এন্ড শেল ফ্যাক্টরি, কাশিপুরে কাশীপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ কুমার পান্ডে মশাল প্রজ্জ্বলন করেন এবং এ.ডব্লিউ.ই.আই. এল এর পতাকা উত্তোলন করেন। এক্সিকিউটিভ ডিরেক্টর ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা কর্মীদের সাথে “সম্বাদ” (একটি আলোচনায়) অংশগ্রহণ করেন এবং “আত্মনির্ভর ভারত” এর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে গুণমান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়ে আলোচনা করেন । উৎপাদনে কর্মচারীদের উৎসাহী অংশগ্রহণের জন্য শ্রী পান্ডে তাদের প্রশংসা করেন। এছাড়াও, তিনি প্রতিষ্ঠানের সেরা কর্মচারীর পুরস্কার প্রদান করেন।
Be First to Comment