অন্ধকার, গোপনে —
ভাস্কর ভট্টাচার্য : সাংবাদিক ও কবি।
কাল বুকের মধ্যে একটা বৃষ্টি নেমেছিল, গোপনে
চরাচরে কোনো ঘাস, সোঁদা মাটি, বুনো হাঁস
কেউ ছিল না,শুধু চাপ চাপ অন্ধকার। পোড়া চিতার মতো।
ভালোবাসা, ভূমিকম্প, বন্যা মেখে থাকে যে অন্ধকার।
আর ছিল শোকাহত দুঃখ মাখা কিছু ফুল,
সকালে সেই যে মেঘ গিয়েছিল অভিসারে,
তারাও ফেরেনি
কোনো কিশোরীর নরম আঙুল কোনো ফুল ছেঁড়েনি
কাল বুকের মধ্যে একটা বৃষ্টি নেমেছিল গোপনে।
সূর্যের ফেলে যাওয়া অন্ধকার
ছড়ানো শোক হয়ে পড়ে ছিল, হৃদয়ের চারপাশে।
যে হৃদয় দলিত মথিত হয়েছিল ভালোবেসে
নিঃসাড়ে যেন বৃষ্টি হয়ে এসেছিল সে।
কাল বুকের মধ্যে একটা বৃষ্টি নেমেছিল, গোপনে
সমুদ্রের স্রোত নিয়ে যে মাছ ভেসে যায় অপারে–
শব্দহীন শোক নিয়ে যে মানুষ হেঁটে যায় শহরের বুকে
আমি সেই ভাষাহীন শহরের বিছানায় মেখেছি সহস্র বৃষ্টিকণা
কালো তিলের মতো অন্ধকার মেখে
ঝুলে ছিল শোকলিপ্ত মশারি,
সমস্ত অন্ধকার আত্মসমর্পণ করে ভোরের নদীর কাছে,
যেখানে আলো নদীকে ছুঁয়ে এলোচুল হয়ে শুয়ে আছে।
কাল বুকের মধ্যে একটা বৃষ্টি নেমেছিল, গোপনে।

ছবি: গুগল
Be First to Comment