Press "Enter" to skip to content

কালিকাপ্রসাদের জন্মদিনে কল্যাণ সেন বরাটের সুরে মৈনাক পালধীর নতুন গান…।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১১সেপ্টেম্বর, ২০২১। “কালিকাপ্রসাদের লোকগানের ওপরে জ্ঞান ,দখল ও পরিব্যাপ্তি দেখেই ওঁনার প্রতি ভালোবাসা জন্মায়…যতদিন এগিয়েছে ততই ওনার অন্ধ ভক্ত হয়ে পড়ি….কিন্তু হঠাৎ আকষ্মিক ভাবে দুর্ঘটনায় মৃত্যু আমার মনকে উদ্দ্বেলিত করে তোলে….২০১৭ সালের ৭ ই মার্চ যেদিন উনি আমাদের ছেড়ে অমৃতলোকে চলে গেলেন সেদিন থেকেই আমার মনে হয়েছিলো ওঁনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবো আমার গাওয়া গানের মাধ্যমে…কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলাম বারংবার…অবশেষে কবি শুভ দাসগুর কথায় এবং কল্যান সেন বরাটের সুরে ও মিউজিক এরেন্জমেন্টে গাইলাম আমার স্বপ্নের গান *প্রসাদ* *বন্ধু* *রে*,” বললেন বিশিষ্ট শিল্পী মৈনাক পালধী।

কল্যাণ সেন বরাট বললেন,”কালিকা প্রসাদ, লোকসঙ্গীত জগতে এক ভালোবাসার নাম। অনেক কাজ অসমাপ্ত রেখেই অসময়ে আমাদের ছেড়ে চলে গেল। তার অসমাপ্ত কাজ কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে অনেক নবীন শিল্পী । মৈনাক পালধী প্রসাদ এর স্মরণে একটি গান প্রকাশ করছে । শুভ দাশগুপ্ত র কথায় ও আমার সুরে গানটি প্রকাশিত হচ্ছে কালিকাপ্রসাদের জন্মদিনে । মৈনাক এর এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই । সার্বিক সাফল্য পাক ওর এই পরিবেশনা।” গানে যে সকল যন্ত্রসংগীত শিল্পীরা কাজ করলেন যেমন বাঁশী ও সানাই মানব মুখার্জি,ব্যান্জো ও ম্যান্ডোলিন নিলোৎপল,তবলা বাংলাঢোল খন্জিরা বাবুল মুখার্জি ,গীটার রাজদীপ গুহঠাকুরতা,রেকর্ডিস্ট কৌস্তভ সেন বরাট,ভিডিও পরিচালনা সৌমেন মন্ডল।

আজ ১১ সেপ্টেম্বর গানটা মুক্তি পেয়েছে মৌনাক পালধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

 

More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.