সায়ন দেবনাথ : কলকাতা, ৯ সেপ্টেম্বর, ২০২৪। ১৯ তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণেশ্বর নিমতলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। পরিচালনায় কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতা। অনুষ্ঠান উপস্থিত ছিলেন দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, যোগদা সৎসঙ্গ সোসাইটির অফ ইন্ডিয়া সম্পাদক শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দ গিরি, প্রধান অতিথি ছিলেন মাননীয় দমদমের সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় , প্রধান শ্রী গোপাল সাহা, উপ-পৌরপ্রধান তুষার চ্যাটার্জী , জন সংযোগ শুভরূপ মিত্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী নবীন ঘোষাল জানান প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ও তার সাথে চক্ষুপরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা ছিল। সেইসাথে ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আগামী দিনে নানান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন নতুন প্রজন্মকে।
ছবি সুবল সাহা
Be First to Comment