অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।
নাঃ এখন আর কিছু বলার নয়, বলার নেই।
এখন শুধু শোনা, কান পেতে রই!
তন্ময় হয়ে শুনি ফুল আর পাপড়ির বিচ্ছেদ।
ময়ুরের ছমছমে অস্থিরতা।
বিশাল সমুদ্রের মাথা খোঁড়া ক্ষণস্থাই পাড়ে।
মরদ হরিনের তেড়ে যাওয়া ময়ালের বেড়িতে।
মায়ের নিশব্দ কান্না, স্তন বিভক্ত প্রসবে, প্রনয়ে।
ভূমিষ্ঠ শিশুর নাড়ি ছেঁড়া,
মৃত্যু পথ যাত্রীর শেষ শ্বাস।
আর শুনব তোর দেহের আড়মোড়া ভাঙ্গা।
শুনব জাপটে ধরার পর ঘাম গন্ধের মিলন।
লালা ভরা চুমু তে লুকানো সদ্য ডিম ফোটার শব্দ।
তোর গায়ের আঁচিল হব, তোর প্রানের চিৎকার হব।
তোর শরীরে মাখা শীতের রোদ্দুর হব।
আমায় শুনতে দে।
একটু গুনি পৃথিবী তে আসার মাশুল।
Be First to Comment