বাবলু ভট্টাচার্য : যৌনতা ও সহিংসতায় পূর্ণ অদ্ভুতুড়ে ছায়াছবি “টিটান” জিতেছে ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার।
জুলি ডুকর্নো এযাবৎ কান উৎসবে পাম ডি’অর জেতা দুজন মোটে নারী পরিচালকের একজন।
ছবিটিতে একজন নারী খুনির গল্প বলা হয়েছে। শৈশবে একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর গাড়ির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় এই নারী।
“টিটান” নিয়ে সমালোচকদের মিশ্র অভিমত আছে।
এটাকে বর্ণনা করা হয়েছে, উৎসবে এযাবৎকালে প্রদর্শিত সবচাইতে ‘ধাক্কা লাগার মত’ ছবিগুলোর একটি হিসেবে।
মহামারি শুরু হওয়ার পর কানেই প্রথম কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো।
গত বছরের আসরটি বাতিল করা হয়েছিল।
কান উৎসবে সর্বশেষ পাম ডি’অর জিতেছিল বঙ জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’।
এবারের কান চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ প্রতিযোগিতায় অংশ নেয়।
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছায়াছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন।
আঁ সের্তাঁ রেগা বিভাগে জায়গা পাওয়া এটিই প্রথম কোন বাংলাদেশি চলচ্চিত্র।
শেষ পর্যন্ত এটি কোন পুরস্কার না জিতলেও উৎসবে অনেকেরই নজর কাড়তে পেরেছিল।
সৌজন্যেঃ বিবিসি বাংলা
Be First to Comment