মোল্লা জসিমউদ্দিন : কাটোয়া, ১৯ এপ্রিল ২০২২। প্রত্যন্ত গ্রামে দরিদ্র মানুষের জন্য গত ১৭ এপ্রিল রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমার অন্তর্গত পঞ্চাননতলা গ্রামে। উদ্যমী বাংলা, লায়ন্স ক্লাব অফ কাটোয়া, মাতৃ আই কেয়ার, মল্লিক ফ্যাশন ওয়ার্ল্ড, এ বি মেডিসিন এবং ডায়াগ্নস্টিক এবং ইউনিক কম্পিউটারের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ওইদিন চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য চিকিৎসা, ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৩৪০ জন মানুষ ওখানে স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিয়েছেন। উদ্যমী বাংলার পক্ষে দেবজিৎ সরকার সাংবাদিকদের জানান “প্রান্তিক মানুষদের স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে উদ্যমী বাংলা প্রায়ই এইধরণের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে। স্বাস্থ্যকর্মী এবং সহযোগী সংস্থাদের সক্রিয় সহযোগিতা পাই বলেই এতো বড়ো অনুষ্ঠান করা সম্ভবপর হয়।”
ওইদিন ডাঃ সত্যব্রত বুট ( বিশিষ্ট চিকিৎসক), ডাঃ দিব্যেন্দু মন্ডল ( শিশু চিকিৎসক), প্রসেনজিৎ পাল (চক্ষু চিকিৎসক) , লায়ন অরিন্দম মুখার্জী, লায়ন শ্রীকান্ত চ্যাটার্জি, নারায়ণ চন্দ্র সাঁতরা (পঞ্চায়েত প্রধান, করজ গ্রাম) সহ বিশিষ্ট অতিথিবৃন্দ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Be First to Comment