কাঁচা বাদাম কাঁচা বাদাম
———————————–
অশোক ব্যানার্জী ::–
“কাঁচা বাদাম কাঁচা বাদাম”
এই গানটা দেখি
ভাইরাল আজ বিশ্ব জুড়ে
সবাই নাচে,একি !
দুলিয়ে কোমড় নাচছে সবাই
নাচছে এমন করে
সবাই যেন সব্বাইকে
টেক্কা দিতে পারে ।
বিশ্ব জুড়ে নাচন কোদন
“কাঁচা বাদাম” নিয়ে
হাত তালি দেয় কেউবা, আবার
কেউবা ওঠে গেয়ে ।
“কাঁচা বাদাম” গানটা শুনে
বিশ্ব গেছে ক্ষেপে
কেউবা নাচে পাগল হয়ে
কেউবা মেপে মেপে ।
হঠাৎ এমন হুজুক কেন
ভেবেই আমি সারা
কি করে এই গানটা পেল
খ্যাতি বিশ্বজোড়া !
তবুও ভাবি যা হয়েছে
ভালই বুঝি হল
সাধারণ এক বাদাম ওয়ালা
বিশ্বে খ্যাতি পেল ।
Be First to Comment