শিখা দেব : কলকাতা, ১৮ নভেম্বর ২০২৪ সন্তোষ ট্রফি ফুটবলে দ্বিতীয় ম্যাচে সোমবার কল্যাণীতে বাংলা গোলের মালা পরিয়ে দিল উত্তর প্রদেশকে। বাংলা ৭-০ গোলে জয় তুলে নিল প্রতিপক্ষ উত্তর প্রদেশের সঙ্গে লড়াই করে। খেলার প্রথম পর্বে বাংলা ৫ -০ গোলে এগিয়ে ছিল। বাংলার হয়ে রবি হাঁসদা ৪টি আর মনোতোষ মাঝি ৩টি গোল দিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। আগামী বুধবার বাংলা খেলবে বিহারের সঙ্গে।
ভারত এখনও জয়ের মুঝখ দেখতে পেল না। এদিন প্রদর্শনী ম্যাচে ভারত পিছিয়ে থেকে ১\১ গোলে ড্র করল মালয়েশিয়ার সঙ্গে। মালয়েশিয়ার হয়ে পাওলো জেসুয়ে গোল করে দলকে এগিয়ে দেন। ভারতের রাহুল ভিকে গোল পরিশোধ করেন।
Be First to Comment