নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ১৪ জুন ২০২৪। রবীন্দ্রনাথ বাঙালির মনের মানুষ, শান্তির আশ্রয়, বাঙালির সূক্ষ্ম অনুভূতি। জীবনের সমস্ত আবেগ অনুভূতিগুলোকে নিয়ে তিনি লিখে গিয়েছেন তাঁর রচনায়। তাঁকে স্মরণ করেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও রবীন্দ্র অধ্যয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠিত হল একদিনের আলোচনাসভা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। তিনি বলেন, “পঁচিশে বৈশাখ পেরিয়ে গেলেও বছরের সব দিনই পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথ গ্রীষ্মে জন্মগ্রহণ করলেও রবীন্দ্রকথা বিশ্ববাসীকে শীতল করে, শান্তি দেয়। রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণার পাশাপাশি নিয়মিত চর্চা করে চলেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়।”
রবীন্দ্রনাটকে গান নিয়ে অধ্যাপক শিবব্রত চট্টোপাধ্যায়ের বক্তৃতার সঙ্গে চমৎকার সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক শ্রাবণী বসু। পাশাপাশি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নাট্যভাবনা ও রবীন্দ্রকাহিনির নারী চরিত্র নিয়ে আলোচনার পাশাপাশি ‘রক্তকরবী’ নাটকের নির্বাচিত অংশ নিয়ে শ্রুতিনাটকে মাতিয়ে দিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সৌমিত্র বসু ও অধ্যাপক সুকৃতি লহরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডিরেক্টর সাবিত্রী নন্দ চক্রবর্তী, বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ড. সীমা সরকার প্রমুখ।
Be First to Comment