ভাস্কর ভট্টাচার্য –
চুরির খেলায় তোমায় ছুঁয়েছিলাম।
সেটা ছিল ছোটবেলার রুমাল চোর খেলা।
সেই প্রথম অনির্ভর, অবিশ্বস্ত অপরাধের ইজেল।
একদিন যৌবনবতী হয়ে গেলে তুমি,
আমারও সমস্ত আঙুলে জমা হল পাপ
তোমার ঘেরা টোপ, উঠোন ঘেরা পরিমাপ।
তোমার গোটা শরীর এখন ভ্যালি অফ দ্রাস।
সব অসাধু ছোঁয়াচ থেকে তুমি বেঁচে থাকতে চাও—
প্রবাস থেকে ফিরে একদিন তোমার ড্রয়িং রুমে
এগিয়ে দেওয়া কাপডিশে ছোঁয়া লাগল তোমার আঙুল
মুচকি হেসে দুজনেই স্মরণ করলাম রুমাল চোরের দিনগুলো।
তুমি এখন কল্পবৃক্ষলতা।
Be First to Comment