Last updated on February 7, 2025
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ ফেব্রুয়ারি, ২০২৫। আন্তর্জাতিক কলকাতা বইমেলা বইপ্রেমীদের জন্য এক ঐতিহ্যবাহী মিলনমেলা। যেখানে নানা ধরনের বইয়ের সঙ্গে পাঠকরা যুক্ত হয়ে তাঁদের সাহিত্যিক জ্ঞান বাড়ান। পাশাপাশি অর্জন করেন নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির। এ বছর সেই বইমেলায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টল স্থাপনের এক দশক পূর্তি উদযাপিত হল। ২৯ জানুয়ারি স্টলটির উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল জানান, “বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষকে বিশ্বসংযোগের সুযোগও করে দেয়। পাঠক ও লেখকের ভাবনার বিনিময়ের সেতুবন্ধন হল বই।” তিনি আরও জানান, “আমরা আমাদের ছাত্রছাত্রীদের বইমেলায় অংশ নিতে উৎসাহিত করি, যাতে তারা পাঠাভ্যাস গড়ে তুলতে পারে।”
জানা গেছে, এই বছর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টলের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে প্রকাশিত ‘অপরাজিত সত্যজিৎ’ সিরিজের চতুর্থ খণ্ড। বাংলা বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, “কল্যাণী বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে কলকাতা বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এ বছর আমাদের স্টল দশ বছরে পড়ল। সবচেয়ে ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের বহু পুরানো ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্টলে এসে নস্টালজিক হয়ে পড়ছে।” বইমেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকটি গবেষণা জার্নাল প্রকাশের পরিকল্পনাও রয়েছে, যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিশেষভাবে উপকার হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শতাধিক গবেষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন অধ্যাপক সাবিত্রীনন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত প্রমুখ।
Be First to Comment