নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ নভেম্বর ২০২২। ১২৭ বছরের চির যুবক পদ্মশ্রী স্বামী শিবানন্দ মহারাজকে শিবানন্দ পিস এওয়ার্ডে ভূষিত করল সাউথ আফ্রিকার একটি সংস্থা ‘স্বামী শিবানন্দ ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশান’।
এই পুরষ্কার এর আগে নেনসেন মেন্ডেলা ও দলাই লামার মতো ব্যাক্তিত্বকে দেওয়া হয়েছে।
আজ কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেন শিবানন্দ পিস ফাউন্ডেশানের সভাপতি প্রিন্স ঈশ্বর রামলুচম্যান মাভেকা জুলু।
যোগ-ব্যায়াম আর মানব সেবার মাধ্যমেই তিনি এত বছর বেঁচে আছেন। এই বয়সেও তিনি বিশ্বের ৪৫ টি দেশ ভ্রমন করেছেন।
বর্তমানে বারানসীতে একটি ছোটো আশ্রমে থাকলেও তিনি এই বয়সেও চোসে বেড়াচ্ছেন সর্বত্র।
শিবানন্দ বাবা পুরষ্কার পেয়ে সকলের মঙ্গল কামনা করেন।
জুলু বলেন, তার পূর্বপুরুষ ভারত থেকে সাউথ আফ্রিকা গিয়েছিলেন। তিনি তার পূর্বপুরুষের জন্মভূমিতে ফিরে এরকম একজন মানুষকে এই পুরষ্কার তুলে দিতে পেরে খুবই গর্ব বোধ করছেন।
Be First to Comment